মায়ের কবরের পাশে সমাহিত হবেন আকবর
‘ইত্যাদি’ থেকে জনপ্রিয় পাওয়া গায়ক আকবরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, আকবরের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মরদেহ নিয়ে রাতেই যশোরে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও জানান, যশোরের সুজলপুর গ্রামে আকবরের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সোমবার তার মায়ের কবরের পাশে সমাহিত করা হবে আকবরকে।
২০০৩ সাল থেকে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন আকবর। দুই কিডনি বিকল হয়ে যাওয়ায় জানুয়ারি থেকে বিছানায় থাকতে হয় তাকে। শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে যাওয়ায় গত মাসে তা কেটে ফেলতে হয়।
পা কাটার পর আকবরের কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়। ফলে রাজধানীর বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। সেখান থেকে গত ১৯ অক্টোবর বাসায় ফিরেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হলে বারডেমে ভর্তি করা হয় আকবরকে।
রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আকবর।
এএম/এমএমএ/