ম্যাজিক বাউলিয়ানা জয়ী হলেন শফিউল বাদশা
বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়ে গেল। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে আয়োজন করা হয় সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’র গ্র্যান্ড ফিনালে।
ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরে প্রথম স্থান অর্জন করেন ঢাকার শফিউল বাদশা। দ্বিতীয় স্থান অর্জন করেন নেত্রকোণার ফকির চান এবং তৃতীয় হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য্য।
এ ছাড়াও বাকি সেরা ৬-এ আছেন জামালপুরের সাইফুল ইসলাম, কুষ্টিয়ার অর্পা খন্দকার চাঁদনী এবং জয়পুরহাটের ঐশী রাণী দৃষ্টি।
প্রথম স্থান অর্জনকারী শফিউল বাদশা পেয়েছেন ৫ লাখ টাকা। ২য় ও ৩য় স্থান অর্জনকারী যথাক্রমে পেয়েছেন ৩ এবং ২ লাখ টাকা।
বিচারক হিসেবে ছিলেন বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।
ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বাউল গানের সংযোগ আরো দৃঢ় করতে আর্কাইভ হিসেবে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশেষ অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ এবং বইটির গবেষক ও সম্পাদক, বাংলা একাডেমির উপপরিচালক তপন বাগচী।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সেই সঙ্গে সেরা ৬ প্রতিযোগীর সাথে গান পরিবেশন করেন বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী।
এএম/এসআইএইচ