এখন চারদিকে ভিউয়ার্স সর্বস্ব শিল্পী: তারিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে শনিবার (৫ নভেম্বর) ‘সাম্প্রতিক কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ টেলিভিশন নাটক ও তার অভিনয়ের দুর্বলতা তুলে ধরেন। এ সময় তনি নাটকের বাজেটসহ নানা বিষয় তুলে ধরেন।
এরপর জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান বলেন, ‘এখন সবকিছুই ভিউয়ের উপর নির্ধারণ করা হয়। চারদিকে এখন ভিউয়ার্স সর্বস্ব শিল্পী। সবচেয়ে বড় শিল্পী এখন ভিউয়ার্সরা। তারা দেখলেই নাটক হিট হয়। যার ফলে টেলিভিশন কোম্পানিগুলো ভিউয়ার্সদের কথা মাথায় রেখে শিল্পী ও গল্প নির্ধারণ করেন। তাই আমি মনে করি এখন শিল্পীদের থেকেও বড় শিল্পী ইউটিউব-ফেসবুকের দর্শকরা।’
তারিন আরও আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমাদের আসলে এখন শুধু অভিনয় দিয়ে পেট চলে না। তারা তাই সেটে বসেই অভিনয়ের পাশাপাশি কন্টেন্ট তৈরি করে। আসলে আমাদের পেশা আমরা নিজেরাই ছোটো করে ফেলছি। তাই নিজেদের অধিকার নিজেদেরই বাস্তবায়ন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, জাহিদ হাসান, তৌকির আহমেদ, তারিন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেম সহ আরও অনেকে।
এএম/এমএমএ/