‘এখন রাতে স্ক্রিপ্ট দিয়ে বলে সকালে শুটিং’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে শনিবার (৫ নভেম্বর) ‘সাম্প্রতিক কাহিনিচিত্র ও অভিনয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ টেলিভিশন নাটক ও তার অভিনয়ের দুর্বলতা তুলে ধরেন। এসময় তিনি নাটকের বাজেটসহ নানা বিষয় তুলে ধরেন।
এরপর অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘এখন আমরা নাটকের শুটিং করি একদিনে। কারণ বাজেট কম, সময় কম। সবার আগে জমা দিতে হবে তাই তাড়াহুড়ো। এই মানসিকতা আমাদের নাটক ও টেলিভিশন শিল্পকে শেষ করে দিয়েছে। আমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি কিন্তু বর্তমান পরিস্থিতির মতো এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। এর কারণ আমাদের অতীতকে আমরা ভুলে গিয়েছি। আমার মনে হয় নিজেদের এই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে নিজেদের আগে শোধরাতে হবে।’
জাহিদ হাসান আরও বলেন, ‘এখন রাতে স্ক্রিপ্ট দিয়ে বলে সকালে শুটিং, সেটাও আবার একদিনেই শেষ হবে, তাহলে আমরা নিজেদের কী আর উপস্থাপন করব! আমার মনে হয় কথা না বলে কাজে নেমে যেতে হবে। তাহলেই ছোটপর্দার সুদিন ফিরে আসবে।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, তৌকীর আহমেদ, জয়া আহসান, তারিন জাহান, গাউসুল আলম শাওন, অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।
শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমের সমাপনী বক্তব্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।
এএম/এসজি