আমাদের কোনো মেরুদণ্ড নেই: চঞ্চল চৌধুরী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে শনিবার (৫ নভেম্বর) ‘সাম্প্রতিক কাহিনিচিত্র ও অভিনয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সেমিনারে তৌকির আহমেদ সাম্প্রতিক কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা শীর্ষক লিখিত বক্তব্যটি পাঠ করেন।
এতে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, জাহিদ হাসান, তৌকির আহমেদ, তারিন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু, সাজু খাদেমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের মুখের মেরুদণ্ড নেই। আমার পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। আমরা আসলে যা কিছু বলি তা করতে পারি না। ’
তিনি আরও বলেন, ‘যেদিন থেকে টেলিভিশন নাটক কন্ট্রাক্টে চলে গেছে সেদিন থেকেই এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। মাছের দামের মতো দামাদামি করে এখন নাটক নির্মাণ করা হয়। এর কারণও আছে অনেক, যেগুলো আমরা জানি কিন্তু বলার সাহস রাখি না। তাই বলে করতে হবে। আমাদের নিজেদের আরও শক্ত হতে হবে।’
এএম/এসজি