অভিনেত্রী সোনালি চক্রবর্তী মারা গেছেন
ভারতীয় সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী সোনালি চক্রবর্তী মারা গেছেন।
সোমবার (৩১ অক্টোবর) ভারতের স্থানীয় সময় ভোর ৪টায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন নন্দিত এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তার স্বামী অভিনেতা শংকর চক্রবর্তী।
সকাল ১০টার দিকে সোনালি চক্রবর্তীর মরদেহ তার বাসভবনে নিয়ে আসা হয়। অভিনেত্রীর শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনয় দক্ষতায় খলনায়িকা হিসেবেই জায়গা করে নিয়েছিলেন সোনালি। সিনেমা থেকে দীর্ঘ ধারাবাহিক, সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন। স্বামী শঙ্কর চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন ‘বরিশালের বর-কলকাতার কনে’-র মত জনপ্রিয় নন ফিকশনেও।
সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালিকে। তার মৃত্যুতে ভারতীয় টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
এএম/আরএ/