মঞ্চ নাটকে প্রথম ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাচ ও অভিনয়ের কারণেই বেশি পরিচিত তিনি। টেলিভিশন নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেন এই অভিনেত্রী। এবার ক্যারিয়ারের প্রথমবার মঞ্চ নাটকে অভিনয় করলেন ভাবনা।
নীলিমা ইব্রাহিম রচিত ‘আমি বীরাঙ্গনা বলছি টক্সেট থকেে খন্ড অংশ অভনিয় করেছেন ভাবনা। স্পর্ধা থিয়েটারের হয়ে এই নাটকে অভিনয় করেছেন এই মডেল অভিনেত্রী।’
এ বিষয়টি জানিয়ে শনিবার (২৯ অক্টোবর) ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে ভাবনা লেখেন, ‘প্রথমবারের মতো মঞ্চে দাঁড়ালাম অভিনেতা হিসেবে। সত্যি এক অসাধারণ অনুভূতি। আমি সব সময় চাই ভালো অভিনেতা হতে আর এই যাত্রায় আমি কখনই কোনো ছাড় দিতে চাই না। আর অভিনেতা হওয়ার জন্যে পথ খুঁজি প্রতিনিয়ত, আর সেই পথ দেখান আমাকে সৈয়দ জামিল আহমেদ এবং মহসিনা আক্তার। যাদের কাছে আমি কৃতজ্ঞ।’
ভাবনা আরও লেখেন, ‘স্পর্ধা’র সঙ্গে কাজ করতে পেরে আমি অবশ্যই আনন্দিত। আজকে মনে হচ্ছে গত দুই মাসের কষ্ট সার্থক হয়েছে। ভালো খেলুন অথবা খারাপ, কিন্তু সঠিকভাবে খেলুন।’
এ ছাড়া, ভাবনা বর্তমানে মোস্তফা কামাল রাজের ‘হিট’, ও অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’ ধারাবাহিক নাটক দুটিতে অভিনয় করছেন।
ভাবনা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’। সম্প্রতি ভাবনা শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন শুদ্ধমান চৈতন। সিনেমাটি মুক্তির মিছিলে রয়েছে।
এএম/এমএমএ/