অভিনেতা মাসুম আজিজের দাফন সম্পন্ন
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) এশার নামাজের পর জানাজা শেষে পাবনার ফরিদপুরের বনওয়ারী নগর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিনেতার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি পাবনার ফরিদপুর এসে পৌঁছায়। শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ফরিদপুর পৌর মুক্তমঞ্চে রাখা হয়। এসময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
পরে পাবনা ফরিদপুরে পৌর মুক্তমঞ্চের মাঠে অভিনেতার তৃতীয় জানাজা অনষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাপ হোসেন গোলাপ, পৌর মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, ফরিদপুর বনমালী ললীত কলা একাডেমির সাধারণ সম্পদক মঞ্জুর ইসলামসহ হাজারো মানুষ। জানাজা পড়ান বনওয়ারী নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জহুরুল ইসলাম সাবেরী।
জানাজা শেষে রাত ৯টার দিকে মরহুমের মরদেহ বনওয়ারী নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজ সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এসজি