কেন্দ্রীয় শহিদ মিনারে মাসুম আজিজকে জানানো হবে শ্রদ্ধা
কিংবদন্তি নাট্যকার অভিনেতা মাসুম আজীজ আর নেই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সোমবার (১৭ অক্টোবর) ২টা ৪৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব।
মঙ্গলবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মাসুম আজিজের মরদেহ নেওয়া হবে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মাসুম আজীজ দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত হওয়ার পাশাপাশি হার্টের সমস্যায় ভূগছিলেন।
বহু সিনেমায়ও অভিনয় করেছেন নন্দিত এই অভিনেতা। ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করেছে সরকার।
উল্লেখ্য, মঞ্চ, টিভি নাটক ও সিনেমা সবখানেই অভিনয়ের আলো ছড়িয়েছেন মাসুম আজিজ। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি টিভিতে কাজ শুরু করেন। তার অভিনীত উল্লেখ যোগ্য কয়েকটি নাটক হলো-‘উড়ে যায় বকপক্ষী’, ‘সাকিন সারিসুরি’, ‘তিন গ্যাদা’, ‘দুই দুকুনে চার’ ইত্যাদি। মাসুম আজিজের মৃত্যুতে সাংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এএম/এমএমএ/