মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চলে গেলেন মার্কিন কান্ট্রি মিউজিকের কুইন লোরেটা লিন

টানা সাত দশক মার্কিন যুক্তরাষ্ট্রে কান্ট্রি মিউজিকের ‘কুইন’ হিসেবে রাজত্ব করা লোরেটা লিন মারা গিয়েছেন।

গতকাল এই গীতিকার ও গায়িকা শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তার টেনেসির বাড়িতে।

তিনি জন্মেছিলেন ১৯৩২ সালের ১৪ এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবসে কেনটাকির বুচার হলো নামের একটি কয়লা খনি এলাকায়।

কয়লা খনির মেয়ে নামে সারা দেশে খ্যাত। কোল মাইনার’ ডটার নামে তার একটি সুপারহিট গান আছে। এছাড়াও তার জীবনের ওপর ভিত্তি করে যে ছবিটি বানানো হয়েছে তার নামও কোল মাইনার’স ডটার। এছাড়াও গেয়েছেন সুপারহিট গান ইউ অ্যাই’ন্ট উওম্যান অ্যানাফ, ডোন্ট কাম হোম ড্রিংকইন, ওয়ান’স অন দি ওয়ে এবং ফিস্ট সিটি। তিনি গানগুলো কয়েকটি গোল্ড অ্যালবামে ছড়িয়ে দিয়েছেন।

অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন লিন তার মার্কিনীদের দেশের গানে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে। কান্টি মিউজিক অ্যাসোসিয়েশন এবং অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিকের পুরস্কার আছে তার। ১৮ বার গ্র্যামির জন্য মনোনীত হয়েছেন ও তিনবার জয় করেছেন। তিনি ২৪ বার একক গানের তালিকার শীর্ষে ছিলেন এবং ১১টি অ্যালবাম তার প্রথম হয়েছে।

৫৭ বছর ধরে ঘুরে, ঘুরে গান করা থামিয়েছেন তিনি ২০১৭ সালে এবং পরের বছর আরো অসুস্থ হয়ে গেলেন কোমর ভেঙে যাওয়ায়।

লিনের গানের ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। ছোটবেলায় গাইতেন গীর্জায় ও বাড়িতে। তবে তখন তাকে তার বাবা এই জন্য গাইতে দিতেন না যে পুরো এলাকার সবাই শুনে ফেলবে ও তার নিন্দে হবে। এরপর বিয়ে করে আবার গাইতে চলে গেলেন তিনি। শুরু করেছিলেন তিনি তার সন্তানদের গান গেয়ে ঘুম পাড়ানোর মাধ্যমে। তখন থেকে নিজে, নিজে গান লেখাও শুরু করেছেন। তিনি মোটে ১৫ বছর বয়সে ভালোবাসে বিয়ে করেছেন। তিনি আত্মজীবনীতে বলেছেন, স্বামীর চেয়ে তিনি কয়েক বছরের বড়ও ছিলেন।

একটি গরীব পরিবারের মেয়ে হিসেবে বড় হয়েছেন। ১৭ বছর বয়সেই তার সন্তানের জন্ম শুরু। তার জীবনের সব গল্পই আছে গানগুলোতে। তার গানগুলোতে আছে নারীর বেদনা, দুর্ভোগ ও নির্যাতন। ‘কেননা আমি সেখানে ছিলাম’, বলেছেন তিনি তার প্রথম আত্মজীবনীতে। নাম কোল মাইনার’স ডটার। তিনি আরো বলেছেন, ‘আমি জানি গর্ভবতী হতে কেমন লাগে, গরীব থাকতে কেমন লাগে এবং হতাশার জীবন কেমন।’

তিনি প্রথম বিলবোর্ডে সবার আগে আসেন ১৯৬৬ সালে। তখনই তিনি দেশের ইতিহাসে প্রথম নারী কান্ট্রি মিউজিশান হিসেবে শীর্ষে ওঠেন।

তার গানগুলো আরো ঘিরে রেখেছে পরিবারের ইতিহাস, গায়ে কাটা লাগানোর গল্প, খারাপ স্বামীর কাহিনী।

তিনি ছিলেন মা বাবার আট ছেলে, মেয়ের একজন। তারা গরিব ছিলেন, সামান্যই অর্থ ছিল তাদের। তবে একেবারে ছোটবেলার জীবনের সেই গল্প তিনি গেয়ে রেখেছেন, তার ১৯৭১ সালের কোল মাইনস ডটার গানে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা ছিলাম গরিব কিন্তু আমাদের ছিল ভালোবাসা।’

ওএফএস।

Header Ad

গাজায় একদিনে ২৪ জন নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে রোববার ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৪ জন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৭১ জন।

রোববারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৩৫ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৬৩৮ জন। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

“তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

Header Ad

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে সৌদি রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ি বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করে।

সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী।

২০১৮ সালে কারাবরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট স্থায়ী মুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। এর আগে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর বেগম জিয়ার সঙ্গে ঢাকাস্থ তৎকালীন রাজকীয় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি সাক্ষাৎ করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ফিরোজায় অনুষ্ঠিত ওই সাক্ষাতে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সারাহ কুক।

Header Ad

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। উনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

এদিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ