বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

২৬ সিনেমা হলে সাইমন-মাহির ‘লাইভ’

সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটি অভিনীত নতুন সিনেমা ‘লাইভ’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটি ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ২৬ সিনেমা হলে।

শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি মুক্তি উপলক্ষে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার, সাইমন সাদিক, মাহিয়া মাহিসহ আরও অনেকে।

মাহিয়া মাহি বলেন, যখন নতুন সিনেমার শুটিং করতে যাই তখনই বুঝতে পারি কাজটা কত ভালো হবে। লাইভ সিনেমায় শুটিং করতে গিয়ে বুঝেছি কাজটা অসাধারণ হয়েছে। এখানে সবাই অনেক ভালো অভিনয় করেছে। আমি আর সাইমন আলোচনা করতাম। এই সিনেমা দিয়ে জীবনে বড় একটা টার্ন আসবে।’

সাইমন সাদিক বলেন, ‘গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে। আশাকরি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

সাইকো থ্রিলার ঘারণায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।

এএম/আরএ/

Header Ad
Header Ad

চার গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক, বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল

ব্রাজিলের কোচে দোরিভাল ও অধিনায়ক মার্কিনিয়োস। ছবি: সংগৃহীত

মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে পাত্তা না পাওয়ার যন্ত্রণা তো আছেই। ভক্ত-সমর্থকদের মনোবেদনাও অনুভব করতে পারছেন মার্কিনিয়োস। আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ব্রাজিলের অধিনায়ক।

বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনা ৪-১ গোলে হারায় ব্রাজিলকে।

এই স্কোরলাইনেও আসলে ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। আর্জেন্টিনার দাপট ছিল আরও বেশি। মাঠে ব্রাজিলকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। হলুদ জার্সি গায়ে কিছু ফুটবলারের অসহায় ছুটোছুটি চোখে পড়েছে কেবল। এই লড়াইয়ে আদতে ‘লড়াই’ বলে তেমন কিছু ছিলই না।

মাঠের লড়াইয়ে এমন আত্মসমর্পণের পর সমর্থকদের কাছে মাথা নুয়ে বার্তা দিলেন মার্কিনিয়োস। এই মুহূর্তে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বও তিনি মেনে নিলেন একরকম।

“এখনও খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন… তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।”

“ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।”

ব্রাজিলের গণমাধ্যমের ভাষ্য, আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর অতীতের যেকোন সময়ের তুলনায় দোরিভাল জুনিয়রের ওপর চাপ সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। এমনকি ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরইমাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়রের বরখাস্ত হওয়া এখন সময়ের ব্যাপার। যদিও ভিন্ন মতও আছে ব্রাজিল ফুটবলের এই সিদ্ধান্তের পক্ষে।

সিবিএফের বেশিরভাগ পরিচালকই মনে করেন জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময়েই দোরিভালকে বরখাস্ত করা প্রয়োজন। যদি এই সময়টা এগিয়ে আনা হবে কি না, সেটা নিয়ে পরিচালকদের মাঝেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতি এদনালদো রড্রিগেজের সঙ্গে এরইমাঝে কোচ দোরিভালের দূরত্ব বেড়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। যদিও বিগত কিছুদিন এদনালদো নিজের ফুটবল সভাপতি নির্বাচনে ব্যস্ত থাকায় এসব বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত আসেনি।

এদিকে ব্রাজিলের কোচ নিজেও আর্জেন্টিনার কাছে এমন হারের পর নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের একেবারে বিধ্বস্ত করেই তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে। সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’

যদিও দিনকয়েক আগেই ব্রাজিল ফুটবলের ফেডারেশনের সভাপতি এদনালদো জানিয়েছেন, তখন পর্যন্ত সিবিএফ ব্রাজিলের কোচের পদে দোরিভালকে দেখতে আগ্রহী। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর অবশ্য তাদের সেই মানসিকতায় পরিবর্তন এসেছে কি না তা জানা যায়নি।

Header Ad
Header Ad

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন তিনি। ২৬ মার্চ (বুধবার) দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হবেন। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে।

২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ সফরে চারটি ঘোষণা আসতে পারে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন। এছাড়া মোংলা বন্দরের আধুকিয়ানে অর্থায়নের বিষয়টিও যুক্ত থাকবে।

৩ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন ড. ইউনূস

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংককে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Header Ad
Header Ad

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২৬ মার্চের গুরুত্ব তুলে ধরে বলেছেন, "এ দিনটি বাংলাদেশের জাতীয় জীবনে গৌরব এবং অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।" মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

সেনাপ্রধান তার বাণীতে আরও বলেন, “১৯৭১ সালের এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় মাইলফলক। দেশমাতৃকাকে পাকিস্তানি হানাদার বাহিনীর শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে মুক্তিকামী জনগণ সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয়, আর বাংলাদেশ স্থান করে নেয় স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে। এই কারণে ২৬ মার্চ আজও আমাদের জন্য এক গৌরবময় দিন।”

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবসে আমরা স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুশৃঙ্খল, দক্ষ এবং আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সুপ্রশিক্ষিত এবং সদা প্রস্তুত।”

তিনি যোগ করেন, "বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে যে কোনও দায়িত্ব পালনে প্রস্তুত এবং তার সেবা আগামী দিনেও অব্যাহত থাকবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চার গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক, বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল
চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  
জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান
মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি    
গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন, তাঁরা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস  
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক  
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন  
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল    
এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান  
একাত্তর আর চব্বিশ আলদা কিছু নয়: নাহিদ ইসলাম  
বড় বড় কথা বলা রাফিনিয়াদের মাঠেই চুপ করিয়ে দিলো আলভারেজরা  
শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ    
ডিএসসিসির রাজস্বে ভাটা, আদায় বাড়াতে ঈদের পর অভিযান
সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের
চুয়াডাঙ্গা শহরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ২২ হাজার টাকা