শফিক তুহিনের গানে সালমা সুলতানার আবৃত্তি
জনপ্রিয় গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। ভিন্নধর্মী গানের মাধ্যমে বারবারই নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার বন্ধু ও বন্ধুত্ব নিয়ে গান করলেন এই তারকা। তার গানে একটি কবিতা আবৃত্তি করেছেন সালমা সুলতানা।
বন্ধু দিবস উপলক্ষে গানচিল মিউজিক থেকে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এতে মডেল হয়েছেন অর্ণব ও আনন্দিতা। রয়েছেন শফিক তুহিন ও সালমা সুলতানাও।
‘অকারণ অভিমানের সেই দিনগুলো আজ কই/স্মৃতি নিয়ে আজও আমি বিভোর হয়ে রই/বন্ধু কোথায় রে তুই/আমার মন ভালো নেই...’ এমন কথার গানে আবৃত্তির মাধ্যমে বিশেষ মাত্রা যোগ করেছেন গানটিতে।
সালমা সুলতানার লেখা কবিতায় আবৃত্তি করেছেন তিনি নিজেই। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন। সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ।
শফিক তুহিন বলেন, ‘বন্ধু দিবস নিয়ে একটু ভিন্নধর্মী কিছু করার চিন্তা ছিল আগে থেকেই। সালমা আমার অনেক পুরনো বন্ধু। ভালো কবিতা লেখে। তার কিছু কবিতার বইও আছে। এই কবিতাটি লেখার সময় সে গানের কথাও চিন্তা করেছিল। আমার সঙ্গে আলোচনা করার পর কবিতার সঙ্গে মিলিয়ে গানের কথা লিখেছে। সুর-সংগীত করার পর দেখলাম দারুণ হয়েছে। গান ও ভিডিও প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি।’
এএম/আরএ/