বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে গাইলেন অবন্তী সিঁথি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন আগামী ৮ আগস্ট। এ উপলক্ষে তৈরি হলো একটি গান। এই গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। সুজন হাজং এর লেখা গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু-এমন কথার গানটির শিরোনাম ‘আমাদের বঙ্গমাতা‘। গত ৫ আগস্ট শক্রবার মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটি সম্পর্কে অবন্তী সিঁথি বলেন, ‘বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথমবার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’
গানটির সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা অনন্য সাধারণ। বঙ্গমাতার মত একজন বাঙালি নারীর লড়াইটায় বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। বঙ্গমাতার প্রতি আমরা চিরকাল ঋণী। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
‘আমাদের বঙ্গমাতা‘ গানটি আগামী ৮ আগস্ট ‘সুজন হাজং অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এএম/এমএমএ/