শর্মিলী চ্যাটার্জীর কণ্ঠে মায়ের গান
মাকে নিয়ে গাইলেন গায়িকা শর্মিলী চ্যাটার্জী। গানের শিরোনাম ‘মা তোমার জন্য’। শনিবার (৩০ জুলাই) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গানটির ভিডিও’র প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভুইয়া, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম, জনপ্রিয় সংগীত তারকা পার্থ বড়ুয়া, গীতিকার-সুরকার মান্নান মোহাম্মদ, গীতিকার-গায়ক শফিক তুহিন এবং অভিনেতা ডি এ তায়েব। গানটির কথা লিখেছেন নুরে আলম মামুন। সুর ও সংগীতায়োজন করেছেন এএইচ তুর্য। ভিডিওতে মডেল হয়েছেন শর্মিলী চ্যাটার্জী, শ্যামল কুমার মুখার্জী, জয়দেব চন্দ্র ঘোষ, সোমা ঘোষ ও রাশেদ খান। ভিডিও পরিচালনা করেছেন এএইচ তুর্য।
এপিএস এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে।
এএম/এমএমএ/