কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্র আর নেই
ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতে স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিমান এ শিল্পী। তার বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারে তার স্বামী, পুত্র ও পুত্রবধূ রয়েছেন। এমন খবর জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে শিল্পীর মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়।
শিল্পীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই নির্মলা অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিন-চার দিন আগে অসুস্থতা হঠাৎই বাড়ে। গত বৃহস্পতিবার তার রক্তচাপ বেশ খানিকটা কমে যায়। কিন্তু তিনি আর হাসপাতালে যেতে চাইছিলেন না। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হলে রাতে তিনি মারা যান।
রবিবার নির্মলার শেষকৃত্য হবে ক্যাওড়াতলা মহাশ্মশানে।
নির্মলার বিখ্যাত গানের মধ্যে অন্যতম এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে... ইত্যাদি।
তার জন্ম অধুনা দক্ষিণ ২৪ পরগনায়, ১৯৩৮ সালে। তার বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও মা ভবানী দেবী।
নির্মলা মিশ্র পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাডেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সংগীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১২ সালে ‘সংগীতসম্মান’, ২০১৩ সালে 'সংগীত মহাসম্মান' ও 'বঙ্গবিভূষণ' সম্মাননা দেয়।
এএম/এসএন