শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

আরেকটি ছবির জন্য এক হয়েছেন ডিক্যাপ্রিও এবং স্করসেইজি

হলিউডের অন্যতম প্রধান নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেইজি তাদের সপ্তম ফিচার সিনেমা প্রকল্প উন্নয়ন কাজ শুরু করেছেন।
অভিনেতা-নির্মাতা জুটি এখন কাজ করছেন তাদের ষষ্ঠ চলচ্চিত্র ‘কিলারস অব দি ফ্লাওয়ার মুন’-এ।
তারা যুক্ত হয়ে গিয়েছেন নতুন কাজে একটি নন-ফিকশন বই বা প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য ‘দি ওয়েজা : অ্যা টেল অব শিপ্রেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ বা ‘বাজিকর বা পণ রাখা মানুষটি : সর্বনাশ, বিদ্রোহ ও খুনের একটি কাহিনী’ বইটিকে সিনেমাতে রূপদানের জন্য।
আগের বইটি যার লেখা, এই সিনেমার কাহিনীটিও তার কাছ থেকেই নিয়েছেন হলিউডের ইতিহাসের সেরা দুই মানুষ।
নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলিং হয়েছে পণ রাখা মানুষটির কাহিনীটি।
বইটির লেখক ডভিদ গ্রাম বা ডেভিড গ্রান। তিনি একজন মার্কিন সাংবাদিক, দি নিউইয়র্কার ম্যাগাজিনের স্টাফ রাইটার ও বহুল বিক্রিত কটি বইয়ের লেখক।
নতুন প্রকল্পেরও পরিচালক থাকবেন স্করসেইজি। ৭৯ বছরের এই বরেণ্য পরিচালক অস্কারজয়ী বলাবাহুল্য। অনেক, অনেক সেরা ছবি ও পুরস্কার আছে তার।
‘দি ওয়েজা : অ্যা টেল অব শিপ্রেক, মিউটিনি অ্যান্ড মার্ডার’ ছবিটি বিশ্বখ্যাত আইফোন ও কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশনের ‘অ্যাপল অরিজিনাল ফিল্ম’ বা অ্যাপলের প্রযোজনায় সতিকারের সিনেমা হিসেবে তাদের পৃষ্ঠপোষকতায় বানানো হবে।
ছবিটি অ্যাপল টিভি ও অ্যাপলের ইন্টারনেট স্ট্রিমিং মিডিয়া প্রভাইডারের পৃষ্ঠপোষকতাও লাভ করবে।
আগের ছবিটির মতো নতুন সিনেমাটিও অ্যাপলেরই আর্থিক সহযোগিতায় বানানো হবে।
ডিক্যাপ্রিও ও স্করসেইজির নতুন সিনেমার কাহিনীটি বই আকারে লিখে গ্রাম এই বছরের এপ্রিলে প্রকাশ করেছিলেন।
বইটির সত্যিকারের কাহিনীটি ১৭ সালের একটি ব্রিটিশ নৌ জাহাজের কাহিনীকে ঘিরে। জাহাজটির নামেই বইয়ের নাম ‘দি ওয়েজা’। তখন ব্রিটিশরা সারা বিশ্বে ঔপনিবেশ স্থাপন কাজে ব্যস্ত। একটি গোপন মিশন নিয়ে ব্রিটিশ রাণীর আদেশে একটি স্পেনের পালতোলা জাহাজের পিছু ধাওয়া ও সমুদ্র যুদ্ধে লিপ্ত হন ওয়েজার ক্যাপ্টেন। তাদের এই অবিশ্বাস্য, ক্লান্তিকর ও যুদ্ধজীবন শেষ হয় সর্বনাশের মাধ্যমে, একটি নি:সঙ্গ দ্বীপে। সিনেমার বা সেই আমলের ‘দি কোস্ট অব প্যাটাগোনিয়া’ আজকের আর্জেন্টিনার সঙ্গে যুক্ত তিয়েরা দেল ফুয়েগো, আছে চিলি ও ঘুমিয়ে রয়েছে প্রশান্ত মহাসাগরে। চিলির তিনভাগের একভাগ সমুদ্র উপকূল এখন সেই জায়গা।
নানা ঘটনা, দুঘটনা, আপদ, বিপদ, যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে দাঁড়িয়ে, বাঁচার তীব্র লড়াইয়ে নেমে দি ওয়েজা জাহাজের নাবিকের দল নৈরাজ্যেরও শিকার হন।
যখন তারা সব হারিয়ে সমাজে ফিরে আসেন, তাদের বিপক্ষের লোকেরা তীব্রভাবে হামলে পড়ে এবং ওয়েজার অবশিষ্ট নাবিককে কোর্ট মাশালে নিয়ে যায়।
তাদের কয়েকটি হত্যাকান্ড ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে আদালতে অসহায়ভাবে দাঁড়াতে হয়।
ডেভিদ গ্রামের আগের যে বইটি থেকে ডিক্যাপ্রিও-স্করসেইজি এখন ছবি বানাচ্ছেন, ‘কিলার অব দি ফ্লাওয়ার মুন’ বা ‘চাঁদের আলোর হত্যাকারীরা’; ১৯২০ সালে ওসেইজ আদিবাসীদের একটি সিরিজ হত্যাকান্ডের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ ডিক্যাপ্রিও’র তদন্ত। ছবিটি দর্শকদের টেনে নিয়ে যাবে তাদের বরাবর কাজের মতো ১৯২০ সালে। ওসেইজদের পানির মাঝখানের মানুষ বা ‘পিপল অব দি মিডল ওয়াটারস’ নামেও ডাকা হয়। তারা আমেরিকার পশ্চিমের মাঝখানের আদিবাসী। এই আদিবাসীরাই ওহাইও এবং মিসিসিপি নদীর উপত্যাকাগুলো ৭০০ শতকে নির্মাণ করেছেন। তাদের সহযাত্রী ছিলেন একই ভাষার অন্যান্য আদিবাসী গোষ্ঠী। ওহাইও ৯শ ৮১ মাইল দীর্ঘ নদী, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় পানি নিষ্কাষণ করা নদী। মিসিসিপি মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই পুরো উত্তর আমেরিকারই দ্বিতীয় নদী। ১৭ শতকের পর তারা পশ্চিমে স্থানান্তরিত হন। মিসৌরি ও মিসিসিপি নদীর তীরগুলোতে চলে আসেন।
কিলার অব দি ফ্লাওয়ার মুন ছবিতে লিওনাদো ডিক্যাপ্রিও’র সঙ্গে অভিনয় করেছেন নিজ নামেই খ্যাতিমান হলিউডের বর্ষীয়ান তারকা রবার্ট ডি নিরো। ডি নিরো সিনেমা ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা, বয়স এখন ৭৮। তিনি মার্টিন স্করসেইজির সঙ্গে নয়টি ছবিতে কাজ করে অত্যন্ত বিখ্যাত হয়েছেন। দুটি অস্কার জয়ী তারকা। আছেন জেসি প্লেমেন্স। শিশু অভিনেতা হিসেবে জেসির জীবনের শুরু। এখন ৩৪। একটি প্রাইম টাইম অ্যামি আছে তার।
এ পর্যন্ত ডিক্যাপ্রিও’র জীবনের অর্জনে মাটিন স্করসেইজির পাঁচটি যে ছবি, সেই যুথবন্ধনের শুরু ২০০০২ সালে। প্রথমটি ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’। একটি মার্কিন ইতিহাসনিভর সিনেমা। ছিলেন ক্যামেরন ডায়াজও। ১৯২৭ সালের একটি বই থেকে নেওয়া কাহিনী। পুরোনো ইতিহাসের এই সিনেমাটির পেছনে স্করসেইজির জীবনের ২০টি বছর কেটেছে। ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিশ্বজুড়ে। তাদের অন্য ছবিগুলোও অনেক আয় করেছে।
গ্যাংস অব নিউইয়র্ক আসলে ১৯৬২ সালের কাহিনী। খ্রিস্টানদের ক্যাথলিক-প্রটেস্টানদের দীর্ঘকাল একটি জায়গায় ধর্মীয় বিবাদ সহিংসতার দিকে চলে যায়। আয়ারল্যান্ড থেকে অভিবাসী ছোট্ট একটি দল এই যুদ্ধের বিপক্ষে নামে। ছবিটি ১১ সেপ্টেম্বরের আক্রমণের জন্য মুক্তি পিছিয়ে দেয়। এই ছবি ১০টি বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করে। অস্কারের সুবর্ণজয়ন্তীতে ‘বেস্ট পিকচার’, ‘বেস্ট ডিরেক্টর’ ও ‘বেস্ট অ্যাক্টর’ পুরস্কার জয় করে। ড্যানিয়েল ডে-লুইস এখন আর অভিনয় করেন না। তিনি অবসর নিয়েছেন। ৬৫ বছরের এই ব্রিটিশ অভিনেতার জীবনের সেরা অর্জন এই সিনেমাতেই। তিনি তিনটি বিভাগে ইতিহাসের একমাত্র অভিনেতা হিসেবে তিনটি অস্কার জয় করেছেন। ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’র মাধ্যমে তিনি একটি অস্কার জয় করেছেন সেরা অভিনেতার।
২০০৪ সালের ছবি ‘দি এইভিয়েটার’ একটি ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে বানানো ছবি। লিওনার্দো ডিক্যাপ্রিও করেছেন হাওয়ার্ড হিউজ চরিত্র। তিনি তার জীবদ্দশায় বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সফল ধনীদের একজন ছিলেন।
২০০৬ সালে তারা মুক্তি দিয়েছেন ‘দি ডিপার্টেড’। ছবিটি ২০০২ সালের হংকংয়ের ইন্টারনাল অ্যাফেয়ার্সের রিমেক। উইন্টার হিল গ্যাং নামের অপরাধী চক্রের সত্যিকার জীবন নিয়ে বানানো। দলটি বোস্টন, ম্যাসাচুসেটসের আইরিশ দল।
চার বছর পর বেরিয়েছে এই জুটির তৃতীয় ছবি ‘শাটার আইল্যান্ড’। ছবিতে একজন ডেপুটি ইউএস মার্শালের চরিত্রে অভিনয় করেছেন ডিক্যাপ্রিও। সিনেমাটি সাউন্ড ট্র্যাক, ক্লাসিক্যাল মিউজিক ব্যবহারের জন্যও তুমুল খ্যাতি পেয়েছে।
তাদের শেষ ছবি ৯টি বছর আগের, ‘দি উলফ অব ওয়াল স্ট্রিট’। মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে একজন স্টক ব্রোকারের জীবননির্ভর। এই ছবিটিই প্রথম মার্কিন সিনেমা হিসেবে ডিজিটাল ডিসট্রিবিউশনে গিয়েছে।
সর্বশেষ স্করসেইজি পরিচালনা করেছেন ২০১৯ সালে। সিনেমার নাম ‘দি আইরিশ ম্যান’।
তাদের প্রতিটি ছবিই বই থেকে নেওয়া।
ওএস।

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত