আজ ‘হাওয়া'র দিন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ২৪ সিনেমা হলে আজ শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা 'হাওয়া'।
মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমা মুক্তির আগেই তুমুল আলোচিত হয়েছে। বিশেষ করে সিনেমার গান ভাইরাল হয়েছে। অনেক সিনেমা হলের টিকিটও অগ্রিম বুকিং হয়ে গেছে।
স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় প্রতিদিন সর্বোচ্চ ২৭ বার করে দেখানো হবে ‘হাওয়া’। সিনেমা নিয়ে এটা একটা রেকর্ড। এর আগে কোনো সিনেমার ক্ষেত্রে এতগুলো শো’র ব্যবস্থা করা হয়নি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার জানা মতে এ পর্যন্ত কোনো সিনেমার ক্ষেত্রে প্রথম দিন থেকে ২৭টি শো বরাদ্দ করা হয়নি। দর্শকের অগ্রিম টিকিট কেনার আগ্রহ ও চাপ অনুভব করেই এতগুলো শো দেওয়া হয়েছে।’
এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মন্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ারসহ আরও অনেকে।
এএম/এসএন