পদ্মাকথন
পদ্মা সেতু আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসছে : চম্পা
প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু তৈরি হয়েছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠীর স্বপ্ন পূরন হয়েছে। পদ্মা সেতু যেমন বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করেছে, তেমনি বিশ্বের বুকে অনন্য এক বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। তাই এই সেতু নিয়ে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও আগ্রহ তুঙ্গে।
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিভাবে এই সেতুর উদ্বোধন করবেন। তাই কাঁদা মাটি ও জল ছুঁয়ে দক্ষিণ ও দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষদের এই সেতু নিয়ে আবেগ অনুভূতি একটু বেশিই। সেই আবেগের কথা ঢাকাপ্রকাশ-কে জানিয়ে যশোরে জন্ম নেওয়া খ্যাতিমান চিত্রনায়িকা চম্পা বলেন, 'আমার বাড়ি যশোর। সেখানে যেতে হলে রাতে রওনা দিয়ে সকালে গিয়ে পৌছাতে হয়। আর দিনের বেলায় রাস্তায় যানজটের কারণে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। তাই রাতেই বেশি যাওয়া হয়। এতো দীর্ঘ সময়ের যাত্রাপথের জন্য গ্রামে যাওয়া হয় না খুব একটা। এখন পদ্মা সেতু আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসছে। আর এই সেতু ঘিরে আমাদের সবার আবেগ-ভালোবাসা মিশে আসে।
আমি অধীর অপেক্ষায় আছি, কবে সেতু পাড়ি দিয়ে বাড়ি যাবো। আমার সেই স্বপ্ন পূরণ হতে আর মাত্র কয়েকদিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সাহস নিয়ে দেশের অর্থায়ণে সেতু তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। তাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমরা জানি এই সেতুটি আমাদের জন্য কত বড় উপহার। আর প্রধানমন্ত্রী কতটা চ্যালেঞ্জ নিয়ে এই সেতুটি করেছে আমরা সবাই জানি। উনার প্রতি ভালোবাসা প্রকাশ করার মতো না।'
এএম/এএজেড