'অমানুষ' সিনেমার প্রথম সপ্তাহের আয় বানভাসিদের
ভয়াবহ বন্যার কবলে সিলেটবাসী। বন্যার্তদের উদ্ধার এবং সহযোগিতায় ইতিমধ্যেই কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের সংগঠন। বন্যা পরিস্থিতি নিয়ে স্যোশাল মিডিয়াতে সাধারণ মানুষের হাহাকার উঠে আসছে বিভিন্নভাবে।
এবার জানা গেলো নতুন খবর। আর তা হলো-বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শুক্রবার মুক্তি পাওয়া 'অমানুষ' সিনেমার টিম। সিনেমাটির প্রথম সপ্তাহের সব আয় তুলে দেওয়া হবে বানভাসিদের হাতে। আজ শনিবার ১৮ জুন সিনেমার পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে তিনি বলেন, 'অমানুষ' সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রির সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে আমরা তুলে দেবো। আগামী শুক্রবার সিলেটে সেখানে গিয়ে এই টাকা দিয়ে তাদের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করব আমরা।'
৪১টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। আর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে মিথিলার। এতে আরও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন প্রমুখ।
এএম/এএজেড