যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘তপস্বী ও তরঙ্গিণী’
আমেরিকান অ্যাসোসিয়েশন অব কমিউনিটি থিয়েটার (এএসিটি)’র আমন্ত্রণে ২২-২৬ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক থিয়েটার উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে লোক নাট্যদল।
‘এএসিটি ওয়ার্ল্ড ফেস্ট ২০২২’এর দ্বিতীয় দিন (২১ জুন) সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার ভেনিস থিয়েটারের জারবি হলে লোক নাট্যদলের প্রযোজনা ‘তপস্বী ও তরঙ্গিণী’ নাটকটি প্রদর্শিত হবে। বুদ্ধদেব বসু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
উৎসবে অংশগ্রহণের উদ্দেশে দলের অধিকর্তা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল যুক্তরাষ্ট্র রওনা হয়েছে। দলের অন্যান্যরা হলেন-ইয়াসমীন আলী, স্বদেশ দাসগুপ্ত, রুবেল শঙ্কর, আবু বকর বকশী, মাসউদ সুমন, ফারহানা মিলি, শামীমা তুষ্টি, মুমু মাসউদ, মূসা রুবেল, মাশরুবা যুথি, অনন্যা নিশি ও মিতু রহমান। বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ডসহ ১১টি দেশের নাট্যদল এই থিয়েটার উৎসবে অংশগ্রহণ করবে। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মত এই উৎসবে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে লোক নাট্যদল।
উৎসব শেষে নিউইয়র্ক সিটিতে বাংলাভাষীদের আমন্ত্রণে আরো একটি প্রদর্শনী হবে নাটকটির। ২৮ জুন রাত ৮টায় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এএম/এমএমএ/