২২ বছর পর লাকী আখান্দের সুর মেহেরীনের কণ্ঠে
লাকী আখান্দ (বাম থেকে), গোলাম মোরশেদ ও মেহেরীন
বাংলা গানের অন্যতম কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক লাকী আখান্দ। যার সুর ও সংগীতে মুগ্ধ হয়েছেন সর্বস্তরের শ্রোতারা। ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘এই নীল মনিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘কে বাঁশি বাজায়রে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘লিখতে পারি না কোনো গান’সহ অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করে গেছেন প্রয়াত এই কিংবদন্তি সুরকার সংগীত পরিচালক।
মঙ্গলবার (৭ জুন) খ্যাতিমান এই সংগীত সাধকের ৬৬তম জন্মদিন। ১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকার পাতলাখানলেনে জন্মগ্রহণ করেন লাকী আখন্দ। জন্মদিনে তার সুর করা একটি গান ২২ বছর প্রকাশ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহেরিন। ‘সে গানেরই পাখি’ শিরেনামে গানটি কথা লিখেছেন গোলাম মোরশেদ। গানটি ২২ বছর আগে অর্থ্যাৎ ২০০০ সালে ১১ ফেব্রুয়ারি সুর করেছিলেন প্রয়াত লাকী আখান্দ। এই গানটি কয়েকদিন আগে কণ্ঠে ধারণ করে ৭ জুন অডিও ও ভিডিও প্রকাশ করলেন মেহেরিন। বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি গোলাম মোরশেদ নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক রূপক।
এ উপলক্ষে ৭ জুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে লাকী আখান্দকে নিয়ে স্মৃতিচারণ করেন ফোয়াদ নাসের বাবু, বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, গোলাম মোরশেদ, মেহেরীন, রফিকুল আলম এবং ডা. রুবাইয়াত রহমান।
গানটি ভিডিও নির্মাণ করেছেন তাজওয়ার ইয়াকিন এবং এসকে নাঈম। ভিডিওতে মডেল হয়েছেন নাফিজা আয়াত ও তাসনুভা।
অনুষ্ঠানের শেষপর্বে লাকী আখান্দের ডজনখানেক গান দিয়ে সাজানো প্রায় ৪০মিনিটের জ্যামিং সেশন উপহার দেন সমবেত শিল্পী ও তারকারা।
এএম/এমএমএ/