যে গল্পের চরিত্র মাত্র দুইজন
নন্দিত অভিনেতা গাজী রাকায়েতের বিপরীতে প্রথমবার অভিনয় করলেন লাক্স তারকা অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ক্যারিয়ারে প্রথমবার গাজী রাকায়েতের বিপরীতে অভিনয় করে বিশেষভাবে উচ্ছ্বাসিতও এই অভিনেত্রী। আর এই নাটকের চরিত্র মাত্র দুটি। অর্থ্যাৎ গাজী রাকায়েত এবং ঊর্মিলা ছাড়া আর কাউকে দেখা যাবে না এ নাটকের গল্পে।
নাটকটির নাম ‘শূন্যতায বসবাস’। নুরুল আলম তৌফিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
গল্পে দেখা যাবে-এক শূন্যতার মাঝে বসবাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ। তার স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। ক্লাশ নিয়ে ও ছবি এঁকে এখন তার দিন কাটে। একাকী শূন্যতার মাঝেই সে বাস করেন। অর্পা চারুকলা বিভাগের শিক্ষার্থী।
রাশেদের শূন্য জীবনের মাঝে অর্পা যেন রঙধনু হয়ে আসে। অর্পাও রাশেদ স্যারের পেইন্টিং এর ভক্ত হয়ে যায়। একটা সময জানা যায়- অর্পাও রাশেদের মত শূন্যতায় বসবাস করছে। আরও জানা যায়, অর্পার মা ঈশিতার সঙ্গে রাশেদের এক সময় ভালোবাসার সম্পর্ক ছিল। গল্প নেয় নতুন মোড়। এভাবেই এগিয়ে যাবে কাহিনী।
নাটকটি শিগগিরই এনটিভিতে প্রচার হবে বলে জানান এর পরিচালক কাজী সাইফ আহমেদ।
এএম/এমএমএ/