কোক স্টুডিও বাংলা কনসার্ট
কোক স্টুডিও বাংলা নিয়ে সংগীতপ্রেমীদের মাঝে উন্মাদনার শেষ নেই। ইতোমধ্যেই পাঁচটি গান প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা থেকে। সবগুলো গানই শ্রোতাদের মাঝে স্বস্তি দিয়েছে।
এবার কোক স্টুডিও বাংলা’র পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশেষ একটি কনসার্ট। দর্শকের সামনে সরাসরি গান শোনাবেন শিল্পীরা।
জানা গেছে, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। ‘কনসার্ট হবে ম্যাজিক্যাল’ স্লোগানে আয়োজিত এ কনসার্ট চলবে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ আয়োজনেই থাকছে কোক স্টুডিওর শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় সব শিল্পীর পরিবেশনা।
আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ নগর বাউল তারকা জেমস। এ ছাড়াও একই মঞ্চে থাকবে ওয়ারফেইজ, নেমেসিস, লালন ব্যান্ড, ইন্ট্রোইট, জালালি সেট, শায়ান চৌধুরী অর্ণব ও রিপন, অনিমেষ রায় ও পান্থ কানাই, মিজান রহমান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার পরিবেশনা।
কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্র্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০ বা ৬০০ মিলির যেকোনো তিনটি বোতলের ক্যাপের নিচের তিনটি ইউনিক কোড দিতে হবে। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পেয়ে যাবেন বিশেষ পাস। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগের পাশাপাশি ফিফার আসল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠান সম্পর্কে জনপ্রিয় গায়ক পান্থ কানাই বলেন, ‘এর আগে কোক স্টুডিওতে আমার একটি গান প্রকাশিত হয়েছে। এ গানের জন্য শ্রোতাদের কাছে বিশেষভাবে সাড়া পেয়েছি। এবার কোক স্টুডি বাংলা আয়োজন করেছে কনসার্ট। এবার সরাসরি শ্রোতাদের গান শোনাব। আশা করছি, দারুণ আয়োজনটি সফল হবে।’
এএম/এসএন