আঁখি’র ‘পাগলি বানাইলি’
বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘ সময় ধরে স্টেজ শো’তে অপ্রতিদ্বন্দ্বী সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ মৌসুমে বিরামহীন স্টেজ শো তার লেগেই থাকে। আর স্টেজ মৌসুম ছাড়াও আঁখি আলমগীরের ব্যস্ততা থাকে মৌলিক গানে।
আঁখি আলমগীর জানান, জুন মাসেও ঢাকাতে তার স্টেজ শো’তে ব্যস্ততা রয়েছে। তবে আগামী ঈদে তার একটি অন্যরকম নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘পাগলি বানাইলি’। গানটি লিখেছেন মামুন আফনান রুমী, সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে বলে জানান আঁখি আলমগীর।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘পাগলি বানাইল গানটি খুব সুন্দর। এটি একটি পার্টি সং। গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। এর আগেও রাফাতের সুরে গান গেয়েছি। পাগলি বানাইলি গানটি একটু অন্যরকম। আশা করছি ভালোলাগবে সবার।’
এদিকে আঁখি আলমগীর জানান, এরই মধ্যে গুণী সুরকার মান্নান মোহাম্মদের সুরেও নতুন মৌলিক গান গেয়েছেন। গেলো ৮ মে বিশ্ব মা দিবস-এ আঁখি আলমগীরের মা শ্রদ্ধেয়া খোশনূর’কে ‘রত্নগর্ভা মা’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। মেয়ের সাফল্যে মা’কে এই ‘রত্নগর্ভা’ মা সম্মাননায় ভূষিত করা হয়েছে। এদিকে আঁখি আলমগীরের সর্বশেষ প্রকাশিত গান হলো ‘কেন এতো ভয়’। গানটির কথা লিখেছেন মারুফ হাসান এবং সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার। এটি ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
এএম/এমএমএ/