জীবনের শেষ প্রান্তে চলে এসেছি এটাই ভয়: কুমার বিশ্বজিৎ
চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়েছেন কিংবদন্তি এই গায়ক। তার ব্যক্তিত্ব ও গান দুটোই মুগ্ধ করেছেন কোটি কোটি শ্রোতাদের।মঙ্গলবার (১ জুন) খ্যাতিমান এই শিল্পীর জন্মদিন। তার জন্মদিন ও অন্যান্য প্রসঙ্গে ঢাকাপ্রকাশ-এর সঙ্গে কথা বলেছেন তিনি।
ঢাকাপ্রকাশ: শুভ জন্মদিন!
কুমার বিশ্বজিৎ: অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
ঢাকাপ্রকাশ: কেমন কাটছে আজকের দিন?
কুমার বিশ্বজিৎ: আমার ছেলে নিবিড় এসেছে। মানে পাগল চলে এসেছে হাহাহা...তাই জন্মদিনটা একটু বিশেষভাবে কাটছে আমার। এ ছাড়া আমার কোনো জন্মদিনই ছেলেকে ছাড়া কাটাইনি।
ঢাকাপ্রকাশ: জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা আছে কী?
কুমার বিশ্বজিৎ: না, আমার জন্মদিন নিয়ে কখনোই বিশেষ কোনো পরিকল্পনা থাকে না। এই বয়সে এসে প্রতিটি সময় মনে হয়, শেষ জীবনের আরেকটু কাছাকাছি চলে এলাম। মনে হয় জীবনের কোটার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এটাই ভয় লাগে। শুধু বারবার মনে হয়, মানুষের এতবেশি ভালোবাসা পেয়েছি, এত সময় পার করে এলাম এই জীবনে। আমার কাছে মনে হয় আমার কর্মের চেয়ে মানুষের ভালোবাসার পরিমাণটাই বেশি। কিছুটা অনুশোচনাও হয়। আর ছেলের জন্য বাঁচতে ইচ্ছে করে।
ঢাকাপ্রকাশ: শুধু ছেলের জন্য নয়, আমাদের জন্যও আপনাকে বাঁচতে হবে-
কুমার বিশ্বজিৎ: হাহাহা...। সবার ভালোবাসার কাছে এত ঋণ, এটাও একটা অপরাধবোধ তৈরি হয়। কারণ, এই ভালোবাসা যে পরিমাণ, সেই পরিমান কর্ম আমি করতে পারিনি। এটাই আমার অনুশোচনা। তবুও সত্যিই আমি ভীষণ আনন্দিত।
ঢাকাপ্রকাশ: জন্মদিন এলে ঠিক কোন কথা বা স্মৃতি আপনার মনে পড়ে?
কুমার বিশ্বজিৎ: আমার জন্মদিনে আমার বাবা আমাকে প্রথম গীটার উপহার দিয়েছিলেন। সেই দিনটার কথা আমার খুব খুব খুব বেশি করে মনে পড়ে।
ঢাকাপ্রকাশ: অনেকদিন দেশের বাইরে থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। নতুন কাজ কী করেছেন?
কুমার বিশ্বজিৎ: আমার পুরোনো কিছু ভালো ভালো গান রিমেক করব। এরমধ্যে একটা কোরবানি ঈদে রিলিজ করব। যেটার ৯০ শতাংশ শুটিং করেছি কানাডা ও আমেরিকায়। ভিডিও পরিচালনা করেছে আমার ছেলে নিবিড়। বাকি অংশটুকু আগামী ১১, ১২ ও ১৩ জুন শুটিং করব।
ঢাকাপ্রকাশ: কোন গানটা?
কুমার বিশ্বজিৎ: ‘প্রশ্ন তোমার আমার কোথায় রাখো’ শিরোনামের গানটা। এটা লিটন অধিকারী রিন্টু ভাইয়ের লেখা। এটার সুর করেছিলাম আমি। এর মিউজিক করেছি কলকাতায় রাজাকে দিয়ে। এখান থেকে কিশোর তত্বাবধানে ছিল। এখানে মডেল আমিই ছিল। আমার কাছে ভিডিওটা মুখ্য নয়। আমার কাছে গানের অনুসঙ্গ হিসেবে ভিডিওটা করেছি।
ঢাকাপ্রকাশ: মৌলিক নতুন কোনো গান আসবে কী?
কুমার বিশ্বজিৎ: নতুন আরেকটা গান করেছি আসিফ ইকবালের লেখা। সুর করেছে কিশোর। গানের টাইটেল হচ্ছে ‘প্রতিটি শুরুর আছে শেষ’। ওটা রিলিজ হবে এরমধ্যেই। এটার ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গান ও ভিডিও ভালো হয়েছে। আশাকরি এটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
এএম/এমএমএ/