ড্রোন কিনতে ট্রফি বিক্রি করে দিলো ইউক্রেনের ব্যান্ড
ইউক্রেনের একটি বিখ্যাত র্যাপ গানের দল হলো ‘কালিউশ’। ২০১৯ সালে প্রতিষ্ঠিত। দলটিকে গড়ে তুলেছেন প্রতিষ্ঠাতা র্যাপার ওলে জিয়াক। ২৮ বছরের এই গায়ক ছাড়াও দলে আছেন-অনেকগুলো বাদ্যযন্ত্র বাজাতে পারা ইহোর জিদানচাক ও ব্রেক ডান্সার এমসি কাইলেনাম। এই দলের জিদানচাক ইলেকট্রো-ফোক বা আধুনিক গানের বাদ্যযন্ত্রে লোক গানের ব্যান্ড দল ‘গো এ’র সদস্য। তিনি ২০২১ সালে ইউরোভিশন গানের প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন।
২০২১ সালের শুরুতে কালিউশ তাদের সহ-প্রকল্প হিসেবে ‘কালিউশ অরচেসত্রা’ শুরু করেছে। এই গানের দলে আছেন আরো তিন অতিরিক্ত সদস্য-কাইমোফি মোজিট্রাক, ভিতালি দাজহাইক ও জনিয়ে দাইনিয়ে। ব্যান্ড দলটি হিপ হপকে ফোক মোটিভে, ইউক্রেনের ঐতিহ্যবাহী দেশীয় বাদ্যযন্ত্রে তুলে ধরার দিকে মনোযোগ দিয়েছে। ২০২২ সালের ১৪ মে তারা এবারের ইউরোভিশন গানের প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়েছেন। মোট ৬শ ৩১ পয়েন্ট লাভ করেছেন। দেশকে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করেছেন। তাদের গানটির নাম ছিল ‘স্তেফানিয়া’।
কালিউশ অরচেসত্রা তাদের এই প্রতিযোগিতার ট্রফিটি ৯ লাখ ডলারে বিক্রি করেছে যুদ্ধে আক্রান্ত স্বদেশের জন্য সাহায্য হিসেবে।
পুরস্কারটি ক্রিস্টালের একটি বিশেষ মাইক্রোফোন।
প্রথমে তারা তাদের ফেইসবুক পেইজে পুরস্কারটি নিলামে তোলা শুরু করেছেন। তাদের সংকল্প ছিল, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন কেনা।
এরপর দর ও আগ্রহ বাড়তে থাকে। অবশেষে তারা একটি চ্যারিটি বা টাকা তোলার কনসার্টেও গেয়েছেন এবং সেখানে তাদের ট্রফিটি বিক্রি করেছেন। হয়েছে জার্মানির বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটে। এটি ১৮ শতকের নিউ-ক্লাসিক্যাল স্থাপনা, রাশিয়ার রাজা ফেদরিক উইলিয়াম ২’র আদেশে নির্মিত। এই কনসার্টের আয়োজন করা হয়েছে চিকিৎসা সাহায্য ও জরুরী প্রয়োজনগুলো পূরণে সহযোগিতা হিসেবে।
কালিউশের প্রতিষ্ঠাতা লে জিয়াক এখানে আবেদন করেছেন, ‘আপনারা যুদ্ধে অভ্যস্থ হয়ে যাবেন না।’ রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে এর মধ্যে জাতিসংঘের হিসেবে, ৪ হাজার ৩১ জন সাধারণ মানুষ মারা গিয়েছেন। ৪ হাজার ৭শ ৩৫ জন গুরুতর আহত হয়েছে। তবে তারা যুদ্ধরত কতজন মানুষ মারা গিয়েছেন জানাতে পারেননি।
২৪ ফেব্রয়ারি শহরগুলোতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলে এর মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষকে জোর করে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। তাদের অনেকের বাড়িঘর ভেঙেছে।
লে জিয়াক আরো বলেছেন, ‘এই খবরটি সবসময় প্রথম পাতায় থাকা প্রয়োজন। যতক্ষণ না শান্তি আসে।’
তাদের যে গানটি এই ট্রফিটি জিতেছে, সেটি আসলে তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য লেখা। তবে সেখানের আবেগপূর্ণ গীতি বাক্যও যেমন-‘আমি তোমার দিকে সবসময় ভেঙে যাওয়া রাস্তাগুলো দিয়েও হেঁটে যাব’ দিয়ে মানুষের এই সময়ের কান্নাকেও ব্যাখ্যা করা হয়েছে।
ইউক্রেনের পুরুষ টিভি উপস্থাপক সাহি প্রাইচোয়া ঘোষণা করেছেন, এই ট্রফি নিলামে বিক্রি থেকে আয় তিনটি ইউক্রেনে নির্মিত পিডি-২ ড্রোন কিনতে ব্যয় করা হতে পারে।
আগ্নেয়াস্ত্র ও পযবেক্ষণ যন্ত্রগুলোর মতো রাশিয়ান ও ইউক্রেন বাহিনী ড্রোনকে ব্যাপক মাত্রায় এই যুদ্ধে ব্যবহার করছে।
ওএস।