প্রকাশিত হলো রূপঙ্কর বাগচির সুরে বদরুল হাসানের অ্যালবাম
ভারতের জনপ্রিয় শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচির সুর-সংগীতে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর অ্যালবাম। এর নাম ‘কী নামে ডাকি তোমায়’। অ্যালবামে আছে ৬টি গান। এগুলো লিখেছেন ওয়ালিদ আহমেদ। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অনলাইনে সংযুক্ত হন রূপঙ্কর বাগচি। এছাড়া অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, সুরকার শেখ সাদী খানসহ অনেকে। অনুষ্ঠানে অতিথিরা অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। শেষে কণ্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে অ্যালবামটি সাদামাটার ইউটিউব চ্যানেল ও সব মোবাইল অ্যাপে মুক্তি পাচ্ছে। গানগুলো হলো, বলো না কী নামে ডাকি তোমায়, তুমি বদলেছ বলে, তোমার অভিমান, তুমি কেন এলে না, তোমারি নামে ও আজ আকাশের মন।
উল্লেখ্য, বদরুল হাসান খান ঝন্টু নিয়মিত টিভি, বেতার ও মঞ্চে গান করে যাচ্ছেন। সংগীতের জন্য তিনি ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাওয়ার্ড (বিএমজেএ) পেয়েছেন।