কানের হিরকজয়ন্তীতে আঁ সার্তে রিগা
যে ছবিগুলো মানের দিক থেকে খুব ভালো, শিল্পমানের দিক থেকেও প্রিয় কিন্তু সেই তুলনায় সাফল্য লাভ করেনি-এমন সিনেমাগুলোকে কান চলচ্চিত্র উৎসব ১৯৭৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু করে। এই বিভাগের নাম হলো ‘আঁ সার্তে রিগা’ প্রতিযোগিতা।
এবারের বিভাগের জন্য মোট ২০টি ফিচার ছবিকে রাখা হয়েছে। সাতটি হলো প্রথম বানানো ফিচার ছবি। নির্মাতাদের এই ছবিগুলো “ক্যামেরা দ’র” বিভাগের জন্যও লড়ছে।
এই ‘আঁ সার্তে রিগা’ বিভাগের ৭৫তম আসরের চেয়ার ছিলেন অভিনেত্রী-পরিচালক-প্রযোজক ভালেরিয়া গোলিনো। ইংরেজি ভাষার দর্শকদের কাছে তার রেইন ম্যান, বিগ টপ পি-উই ইত্যাদি ছবির জন্য পরিচিত। তিনি বিশ্বের তিনজন অভিনেত্রীর একজন যারা ভেনিস চলচ্চিত্র উৎসবে দুবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
ভ্যালেরিয়া গোলিনোর সঙ্গে হিরকজয়ন্তীর বিচারক দলে ছিলেন মার্কিন নারী প্রযোজক ডেবরা গ্রানিক (তিনি ২০০৪ সালে বানানো ‘ডাউন টু দি বোর্ন’ ছবির জন্য পরিচিত), পোল্যান্ডের অভিনেত্রী-গায়িকা ইউয়ান্না কুলিক (‘কোল্ড ওয়ার’ ছবিতে তার অভিনয়ের জন্য ২০১৩ সালে ৩১তম ইউরোপীয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতেছেন), ফরাসি অভিনেতা-গায়ক, গীতিকার, অ্যালবাম প্রযোজক বেনজামা বিউলে (বিখ্যাত এই গায়ক ও গীতিকার ফরাসি গায়িকা ও অভিনেত্রী কিয়ারা মাসত্রোয়আন্নির সাবেক স্বামী। এই নারীর বাবা ইতালির ২০ শতকের সবচেয়ে আইকনিক পুরুষ সিনেমা অভিনেতাদের একজন-মার্চেল্লো মাসত্রোয়আন্নি ও মা ইউরোপের সবচেয়ে বড় অভিনেত্রীদের একজন ফরাসি ক্যাথেরিন ডিনাভ) ও ভেনিজুয়েলার অভিনেতা এদগার রামিরেজ (২০১১ সালে সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতার অস্কার জয় করেছেন তিনি।)
তাদের শুরুর ছবি ছিল ম্যাথিউ ভ্যাদোকির ‘ফাদার অ্যান্ড সোলজার’।
‘আঁ সার্তে রিগা’ বিভাগের সবচেয়ে সেরা ছবির পুরস্কার জয় করেছে ‘লে কিয়া’। অভিনয় করেছেন ফরাসি ‘লিসা কায়োকা’ ও ‘রোমানে গুইরেট’।
কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা‘র জুরি প্রাইজ’ বা বিচারকদের পুরস্কারটি জয় করেছে পাকিস্তানের পরিচালক সাইম সাদিকের প্রথম ছবি ‘জয়ল্যান্ড’। তিনি তার দেশের ওপর ছবিটি বানিয়েছেন। এটিই উপমহাদেশের প্রথম কোনো ছবির কান চলচ্চিত্র উৎসবের এই বিভাগে পুরস্কার জয়। দেওয়া হয়েছে হিরকজয়ন্তীতে।
কানের ৭৫তম আসরে ‘আঁ সার্তে রিগ ‘র সেরা পরিচালকের পুরস্কার বা ‘বেস্ট ডিরেক্টর প্রাইজ’ জয় করেছেন আলেকজান্দ্রু বেল্ক। তিনি ৪১ বছরের একজন চলচ্চিত্র পরিচালক, রুমানিয়ান। তার ছবিটির নাম হলো ‘মেত্রোনোম’।
কান চলচ্চিত্র উৎসবের হিরকজয়ন্তীতেেএই বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কারটি জয় করেছেন লুক্সেমবার্গের অভিনেত্রী ভিকি ক্রিপস। কোসার্জ ছবিতে অসামান্য অভিনয়ের সুবাদে ৭৫তম আসরের পুরস্কারটি জয় করেছেন তিনি।
এবারের কানের এই বিভাগের সেরা অভিনেতা হয়েছেন ‘হাকা’ ছবিতে অনন্য অভিনয়ের জন্য অ্যাডাম বেসা। তিনি জন্মসূত্রে আরব, প্যারিসভিত্তিক অভিনেতা।
কানে এবার ‘আঁ সার্তে রিগা ‘সেরা চিত্রনাট্যকার’ পুরস্কারটি জয় করেছেন মাহা হাজ ‘মেডিটোরিয়ান ফিভার’ ছবিটির কাহিনী লিখে। হতাশায় আক্রান্ত হবার সময়গুলোতেও একজন মানুষ তার লেখক জীবনের আগামীরর স্বপ্নগুলো দেখতে থাকেন। তিনি তার পাশের একজন ছোট বাবুর্চির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মাহা হাজ এই ছবিটির পরিচালকও।
লোলা কিবরন ‘বোদেয়ো’ সিনেমার জন্য তার সঙ্গে যৌথভাবে এই ‘কু দে কেয়ার অ্যাওয়ার্ড’টি জয় করেছেন। তিনি একজন ফরাসি নারী পরিচালক ও লেখক।
ক্যাপশন : ১. ‘আঁ সার্তে রিগা’র প্রধান বিচারক ভ্যালেরিয়া গোলিনো।
২. জীবনের প্রথম ছবি বানিয়ে উপমহাদেশে ইতিহাস গড়ে ৭৫তম কানের ‘আঁ সার্তে রিগ ‘ জুরি প্রাইজ জিতেছেন পাকিস্তানের সাইম সাদিক।
৩. সেরা পরিচালক পুরস্কারটির এখানে জয়ী আলেকজান্দ্রু বেল্কের মেত্রোনোম ছবির দৃশ্য।
৪. কানের ‘আঁ সার্তে রিগা’র সেরা অভিনেত্রী ভিকি ক্রিপস।
৫. সেরা অভিনেতা অ্যাডাম বেসা।
৬. সেরা চিত্রনাট্যকার মাহা হাজের মেডিটোরিয়ান ফিভার ছবির একটি দৃশ্য।
৭. যৌথ এখানে সেরা চিত্রনাট্যকার লোলা কিবরন।
ওএস।