মান্টেজ কোভেডারেভেসিয়াসের ‘মারিওপোলিস ২’ কানে
কান চলচ্চিত্র উৎসব ঘোষণা করেছে, লিথুয়ানিয়ান চলচ্চিত্র পরিচালক মান্টেজ কোভেডারেভেসিয়াসের শেষ ছবি আপকামিং বা আগামীতে আসছে সেশনে প্রদর্শিত হবে। কোভেডারেভেসিয়াস ইউক্রেনে সেট তৈরি করে মারিওপল শহরে একটি প্রামাণ্যচিত্র ক্যামেরাবন্দী করছিলেন। তখন তিনি রাশিয়ার দেশটিতে আক্রমণে মারা গিয়েছেন। তার জীবনের শেষ প্রামাণ্যচিত্রটির নাম নতুনভাবে রাখা হয়েছে ‘মারিওপলিস ২’। ছবিটিকে তারা প্রদর্শন করবেন ১৯ মে বুনুয়েল থিয়েটারে, পরদিন দেখাবেন আনেস বারদা থিয়েটারে।
একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে কান জানিয়েছে, “আমরা যেহেতু জানি, লিথুয়ানিয়ার চলচ্চিত্র পরিচালক মান্টেজ কোভেডারেভেসিয়াস পরিচালনা করেছেন বারজাক-ছবিটি ২০১১ সালের, বানিয়েছেন ২০১৬ সালে মারিওপলিস। ২০১৯ সালে তৈরি করেছেন পার্থেনন।”
তাকে এপ্রিলের শুরুর দিকে মাারিওপলিসে রুশ বাহিনী বন্দী ও হত্যা করেছে।
তার প্রেমিকা হানা বিলোব্রোভা তখন তার সঙ্গে ছিলেন। তবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সেখানে ধারণ করা ফুটেজগুলো নিয়ে আসতে পেরেছেন। এরপর ডুনিয়া সিকফের (অভিনেত্রী, চলচ্চিত্র সম্পাদক ও প্রযোজক) সঙ্গে বসে সম্পাদনা করেছেন।
“এই ‘মারিওপলিস ২’ প্রদর্শন করা জরুরী ছিল বলে আমরা একেও যুক্ত করেছি’-জানিয়েছেন কান চলচ্চিত্র উৎসব কমিটি।