ঈদে বিটিভির প্রযোজনায় তিন নাটক
এবার ঈদ অনুষ্ঠানমালায় বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে তিনটি একক নাটক। হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় ‘ও বাবা, আলীবাবা’।
এটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এতে অভিনয় করেছেন হারুন রশীদ, ফজলুর রহমান বাবু, সোলায়মান খোকা, ফারহানা মিলি, ফারহানা মিঠু, রমিজ রাজু, আরিফ হোসেন প্রমুখ।
পান্থ শাহরিয়ারের রচনা ও সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় নাটক ‘অতঃপর সাত দিন’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। এতে অভিনয় করেছেন সজল, নোভা ফিরোজ, খলিলুর রহমান কাদরী, রাজু আহসান, ফারজানা লীনা, হাসান মাহমুদ, সানজিদা রহমান মীম, জান্নাতুল ফেরদৌস, আহসান হাবীব বিপুসহ আরও অনেকে।
আনজীর লিটনের রচনায় এবং আফরোজা সুলতানার প্রযোজনায় হাস্যরসাত্মক নাটক ‘মধুবাগের মন্টু ভাই’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, আজিজুল হাকিম, ফারজানা ছবি, শুভাশিস ভৌমিক, প্রাণ রায়, আমিন আজাদ, হুমায়রা হিমু, শারমিন শর্মী, রুমু রোজা খান ও নিসা।
এএম/এমএমএ/