মিমি’র কন্ঠে ‘এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের প্রয়াত সুরশ্রষ্টা, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী’র লেখা ও সুর করা গান ‘এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই’। এই গানটি নতুন করে গেয়েছেন তারই সহধর্মিনী মিমি আলাউদ্দিন।
গত মঙ্গলবার গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটি মূলত আলাউদ্দিন আলী বিটিভিতে প্রচারের জন্য লিখেছিলেন এবং সুর করেছিলেন এ গান। প্রায় চল্লিশ বছর আগে গেয়েছিলেন ভারতের কিংবদন্তি গায়িকা মিতালী মুখার্জি।
এরপর অনেক শিল্পীই বিভিন্ন অনুষ্ঠানে গানটি পরিবেশন করেছেন। অনুপম রেকর্ডিং-এর কর্ণধার আনোয়ার হোসেনের উদ্যোগে গানটি নতুন করে নতুন সঙ্গীতায়োজনে গাইলেন মিমি।
১৯৮২ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’ সিনেমাতেও গানটি উপভোগ করেছিলেন শ্রোতা দর্শক। এই গান গেয়েই মিতালী মুখার্জি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সেই গানই দীর্ঘ চল্লিশ বছর পর নতুন করে গাইলেন মিমি আলাউদ্দিন।
মিমি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,‘ সত্যি বলতে কী নতুন করে গানটি গাইতে গিয়ে আমি মিতালী দিদিকে ফোন করেছি, তার সহযোগিতা নিয়েছি। কীভাবে শব্দগুলো থ্রোয়িং করতে হবে তাও তিনি বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আমাকে। আমি তার কথাগুলো শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে মনে গেঁথে গানটি গাইবার চেষ্টা করেছি। আজ হয়তো শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী বেঁচে থাকলে খুব খুশি হতেন। কারণ এটি ছিলো তার ভীষণ প্রিয় গান। আর গানটি রেকর্ডিং-এর সময় ফুয়াদ নাসের বাবু ভাই খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন, কেঁদেও ফেলেছিলেন তিনি। কারণ বাবু ভাই দীর্ঘদিন আলাউদ্দিন আলীর সঙ্গে কাজ করেছেন। তার চোখের পানি আমাকে কষ্ট দিয়েছে। যাইহোক আমি কৃতজ্ঞ আনোয়ার ভাইয়ের কাছে তিনি আমাকে গানটি গাইবার সুযোগ দিয়েছেন।’
মিমি জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করে ঈদে অনুপম মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে বাংলাদেশ বেতারের জন্য একইদিনে মিমি নজরুল সঙ্গীত ‘নাই চিনিলে আমায় তুমি’ গানটির রেকর্ডিং-এ অংশ নেন। গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার হবে।
এএম/