রণবীর-আলিয়া এখন দম্পতি
টানা পাঁচ বছর প্রেমের পর বলিউডের সুপারস্টার জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ, আজ ১৪ এপ্রিল বিয়ে করেছেন।
তাদের পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
তারা তাদের বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটে বসেছিলেন কিন্তু ১৩ এপ্রিল গতকাল
বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহর ও আরেকজন পরিচালক, তাদের পরের অলীক দুঃসাহসিক ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জি তার ছবির একটি টিজার (একটি বিজ্ঞাপন ও ছবি মুক্তি তারিখ ঘোষণার ভিডিও)’র ‘কেশরিয়া’ গানের মুক্তির পর জানিয়েছেন, এই সপ্তাহেই তারা বিয়ে করতে চলেছেন।
গতকাল গণেশ পূজা দিয়ে তাদের বিয়ের উৎসব শুরু হয়েছে এবং এরপর মেহেদি উৎসব হয়েছে।
গতকালই বিয়ের দুটি আয়োজন সম্পন্ন করেছেন রণবীর-আলিয়া।
দুপুর থেকে তাদের বিয়ের অতিথিরা আসতে শুরু করেছেন।
মুম্বাইয়ের সাগরতীরের শহরতলী বান্দ্রার বাস্তুতে তাদের বিয়ের জমকালো আয়োজন ছিল। এটিই তাদের বিয়ের সেন্টার।
এই বলিউড জুটির বিয়ে শেষ হবে ১৭ এপ্রিল। চলবে টানা চারদিন।
তারা প্রথম একত্রে অভিনয় করছেন অয়নের ছবি ব্রক্ষ্মাস্ত্রতে।
ছবিটি বছরের ৯ সেপ্টেম্বর সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হবে।
রণবীর বলিউডের সুপারস্টার অভিনেতা ও নায়ক ঋষি কাপুর ও নিতু সিং (বিয়ের পর নিতু কাপুর)’র ছোট ছেলে। তিনি ভারতের সিনেমার অন্যতম পারশ্রমিক পাওয়া নায়ক।
আলিয়া ভাট মহেশ ভাটের ছোট মেয়ে। ১৯৪৮ সালে এই কৃতি পরিচালকের ছবি ‘সারাঞ্জ’ ১৪তম মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ও সেবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ভাষার ছবি হয়েছে। এরপর থেকেই ভারতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে প্রবেশ।
মহেশ ভাট এসেছেন মেয়ে পূজা ভাটকে নিয়ে। তাদের সঙ্গে মা ব্রিটিশ অভিনেত্রী ও প্রযোজক, ভারতীয় সিনেমা অভিনেত্রী সোনি রাজধন ছিলেন।
তাদের বিয়েতে এসেছেন এই পর্যন্ত কারিনা কাপুর খান ও সাইফ আলী খান। কাপুর পরিবারের আরেকজন কারিনা পরেছেন শাড়ি, সাইফ গাঢ় কুতা, লাগানো আধা জ্যাকেট। নীচে পাজামা।
এসেছেন রণবীরের ফুফু ও দাদা রাজ কাপুরের ছোট মেয়ে রীমা কাপুর (বিয়ের পর রীমা জৈন), তার ছেলে আরমান ও আদর জৈন। তারা রণবীরের বাবা, চাচা বলিউড অভিনেতা ঋষি ও রণধীর কাপুরের ভাগিনা।
কারিনা কাপুরের বাবা, রণবীরের খালু রণধীর কাপুর এসেছেন স্ত্রী ববিতা কাপুরকে নিয়ে।
ছিলেন করণ জোহর। অয়ন মুখার্জি।
তাদের পরিবারের আরেক সদস্য ও বলিউড অভিনেত্রী আকানশা (বাংলায় আকাংখা) রঞ্জন কাপুর এসেছেন।
আরেকজন তরুণ অভিনেত্রী নাভিয়া নভেলি নন্দ ছিলেন। তারা সবাই বলিউডে অভিনয় করেন। এই কাপুর ও ভাট পরিবারটিই বলিউডনির্ভর।
ওএস।