টিপ পরে অভিনেতাদের প্রতিবাদ

দেশের জনপ্রিয় অভিনেতারা টিপ পরে তাদের ফেসবুকে ছবি প্রকাশ করছেন। সেই সঙ্গে প্রতিবাদী ভাষায় ক্যাপশন জুড়ে দিয়েছেন।
রবিবার (৩ এপ্রিল) অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেন, ‘লাল টিপ... লাল সূর্য...।’
চিত্রনায়ক সাইমন সাদিক টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানিয়ে ক্যাপশনে লিখেন, ‘প্রতিবাদ’।
অভিনেতা আনিসুর রহমান মিলন তার ফেসবুক স্টোরিতে টিপ পরা একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘আমি কপালে টিপ পরব। তুই বেজন্মার তাতে কী?’
অভিনেতা প্রাণ রায় টিপ পরা ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘লতা এ দেশ তোমার আমার সকলের। তুমি ভেব না, আমরা তোমার পাশে আছি।’
এ ছাড়া আরও অনেক অভিনেতাই এই প্রতিবাদের সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন তাদের ফেসবুকে।
উল্লেখ্য, টিপ পরায় রাজধানী তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে লাঞ্ছিত করেন এক পুলিশ সদস্য। শিক্ষিকার দাবি, টিপ পরায় ওই পুলিশ সদস্য তাকে উত্ত্যক্ত ও হেয় করেছেন। ঘটনাটি সংবাদমাধ্যমে এলে তা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষদের মধ্যে।
এএম/এসএ/
