কোক স্টুডিও বাংলায় মমতাজ-মিজানের চমক

ফোক সম্রাজ্ঞী মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড তারকা মিজান রহমান এবার একসঙ্গে চমক দেখালেন। কোক স্টুডিও বাংলায় প্রকাশ হয়েছে তাদের নতুন গান ‘প্রার্থনা’। আর এই গানে একসঙ্গে হাজির হয়েছে এই দুই তারকা শিল্পী।
মমতাজের কণ্ঠে ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। আর এর সঙ্গে মিজানের কণ্ঠে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা মাওলানা মাওলানারে’ অংশটুকু। মমতাজের সঙ্গে মিজানের এই গানটি ভিন্নমাত্রা যোগ করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন অনুভূতি প্রকাশ করছেন।
দুই শিল্পীর পাশাপাশি এতে কোরাস হিসেবে কণ্ঠ মিলিয়েছেন–মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব। এর সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। গত শুক্রবার (১ এপ্রিল) রাতে কোক স্টুটিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়।
এএম/এসএ/
