রোলিং স্টোনকে নিয়ে চার পর্বের প্রামাণ্যচিত্র তৈরি করবে বিবিসি
‘দি রোলিং স্টোন’র ৬০ বছর পূর্তির মাইলফলকে চারটি আলাদা প্রামাণ্যচিত্র তৈরি করবে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রামাণ্যচিত্রগুলোতে প্রতিষ্ঠাতা তিন সদস্যের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরা হবে।
যাত্রা শুরু হবে তাদের শুরু থেকে। ১৯৬২ সালের ১২ জুলাই আগামী দিনের ভবিষ্যত রক কিংবদন্তীরা রাজধানী লন্ডনের মার্কি জ্যাজ ক্লাবে প্রথম একত্রে পারফর্ম করেছিলেন।
প্রামাণ্যচিত্রগুলোতে তাদের নতুন সাক্ষাৎকারগুলোও প্রকাশিত হবে। তৈরি হবে স্যার মিক জ্যাগার, কিথ রিচাডর্স ও রনি উডের ওপর।
এক ঘন্টার প্রামাণ্যচিত্র হবে প্রতিটি।
এছাড়াও একই রকমের একটি ছবি হবে। তাতে তাদের আর্কাইভের সাক্ষাৎকারগুলো, শ্রদ্ধাঞ্জলি থাকবে মারা যাওয়া ড্রামার চার্লি ওয়াটসের ওপর।
৮০ বছর বয়সে তিনি মারা গিয়েছেন ২০২১ সালের ২৪ আগস্টে। তার চলে যাওয়ার পর দলটি তাদের গান গাওয়া চালিয়ে গিয়েছে ড্রামসে স্টিভ জর্ডানকে নিয়ে। তিনি কনসার্টে যাত্রা করবেন তাদের এই জুন ও জুলাইতে ব্রিটেন ও ইউরোপে প্রতিষ্ঠাবার্ষিকী ট্যুরের মাধ্যমে।
চার পর্বের সিনেমা সিরিজটির নাম রাখা হয়েছে ‘মাই লাইফ অ্যাজ আ রোলিং স্টোন’।
বিবিসি তাদের নিয়ে কাজে নিজের কাজে রেডিও ২তে একটি প্রামাণ্যচিত্রও তৈরি করেছে। সেটির নাম ‘দি রোলিং উইথ স্টোনস’। তাতে তাদের দুর্লভ সাক্ষাৎকার ও পারফরমেন্সগুলো আছে।
এই ব্যান্ড দলের ক্লাসিক লাইন আপে আরো ছিলেন ব্রায়ান জোনস। তিনি দলের প্রতিষ্ঠাতা ও আসল নেতা হিসেবে পরিচিত ছিলেন। একজন পাশ্র্ব গিটারিস্ট ছিলেন। তবে রোলিং স্টোনের কনসার্ট ও রেকডিংগুলোতে বৈচিত্র্যময় বাদ্যযন্ত্রগুলো নিয়ে হাজির হতেন। মূলত বাজাতেন গিটার ও সেতার। মদ ও মাদকের সমস্যায় তার প্রতিষ্ঠিত দল থেকে তিনি বাদ পড়েন। তার জায়গা নেন গিটারিস্ট মিক জ্যাগার। পরের মাসের তিন জুলাই, তিনি ১৯৬৯ সালে একটি সুইমিং পুলে মারা যান।
দি রোলিং স্টোনে ক্লাসিক লাইনআপে বেইজ গিটারিস্ট হিসেবে ১৯৬২ সালের শেষের দিকে যোগ দিয়েছেন বিল ওয়াইম্যান। টানা ১৯৯৩ সাল পর্যন্ত কাজ করেছেন। এরপর তিনি দল ছেড়ে দেন। নিজের ব্যান্ড দল গড়েন ‘বিল ওয়াইম্যান রিদম কিংস’। ২০১২ সালে আমন্ত্রিত বাদক হিসেবে একবার রোলিং স্টোনে এসেছেন।
ছবি : বিবিসি।
ওএস।