শ্রীদেবী কন্যার বিরুদ্ধে কিম কার্দাশিয়ানকে নকলের অভিযোগ

বাড়তি আকর্ষণ বাড়াতে শরীরে নাকি প্লাস্টিক সার্জারি করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। প্লাস্টিক সার্জারির মাধ্যমে তিনি নাকি আবার আমেরিকান জনপ্রিয় উপস্থাপক মডেল কিম কার্দাশিয়ানকে নকল করেছেন। আর সেই কারণে জাহ্নবী ‘নকলনবিশী’ আখ্যা পেয়েছেন ভক্তদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ট্রলের শিকারও হয়েছেন এ বলিউড তারকা অভিনেত্রী। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
কাজল, অনন্যা পান্ডে পর সাজের কারণে এমন কটাক্ষের শিকার হয়েছেন জাহ্নবী। তবে তিনি তেমন সাহসী পোশাকেও সাজেননি। তবু কেন তাকে নিয়ে এমন কটাক্ষ?
সম্প্রতি বলিউডের একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানে এসেছিলেন শ্রীদেবী কন্যা। সেই অনুষ্ঠানে সাজ ও পোশাক নিয়ে নির্মমভাবে ট্রল হন তিনি। হাতাকাটা সিক্যুইনের গাউন পরিহিত জাহ্নবী এসেছিলেন সেই অনুষ্ঠানে। কটাক্ষকারীদের দাবি, হুবহু এই এক সাজেই নাকি হলিউডের লাল গালিচায় ধরা দিয়েছিলেন কিম। তাই জাহ্নবীকে ‘নকলনবিশী’ আখ্যা দিয়ে ট্রলকারীদের বক্তব্য, জাহ্নবী নাকি আকর্ষণ বাড়াতে শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।
তবে এসব বিষয় নিয়ে জাহ্নবী মুখ খোলেননি। তার ঝুলিতে বেশ কিছু সিনেমা রয়েছে। এই সিনেমার কাজ নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন।
চলতি মাসের ৭ অক্টোবর মুক্তি পেতে পারে শরণ শর্মা পরিচালিত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। পাশাপাশি বরুণ ধাওয়ানের বিপরীতে জাহ্নবীকে দেখা যাবে নীতেশ তিওয়ারির নতুন সিনেমা ‘বাওয়াল’-এ।
এএম/আরএ/
