শাকিবের বিপরীতে আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। নিজের জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা দিয়ে। মার্কিন মুলুকে বসে জন্মদিন পালনের পাশাপাশি নতুন সিনেমার মহরত করলেন ঢালিউডের জনপ্রিয় এই নায়ক।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউ ইয়র্কের একটি কনভেনশন সেন্টারে মহরত অনুষ্ঠানে নবাগতা নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি উন্মোচন করা হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।
সিনেমাটির নাম ‘রাজকুমার’। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।
মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকাপ্রকাশকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।
তিনি বলেন, কোর্টনি কফি একজন টেলিভিশন অভিনেত্রী। থিয়েটারের পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও অভিনয় করেছেন। আশা করি ভালো কিছু হবে।’
‘রাজকুমার’ প্রযোজনা করছেন শাকিব খান। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এটি। সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ।
মহরত অনুষ্ঠানে কোর্টনি কফি বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত ও ভাগ্যবান।’
আধো বাংলায় তিনি আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো করতে পারি। ধন্যবাদ।’
শাকিব খান বলেন, ‘আজকের এ সুন্দর সন্ধ্যাটা আমার জন্য এবং আমার সকল শুভাকাঙ্খীর জন্য। যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাদের সবার জন্য বিশেষ একটি সন্ধ্যা। আমার জন্য এটাই প্রথম, যেটার স্বপ্ন আমি সবসময় দেখেছি। এশিয়ার অন্য দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, কবে এগিয়ে যাব আমরা? বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এর আগে এত বড় আয়োজনে বাংলা সিনেমার শুভ সূচনা করতে পারিনি। যেটা আজকে হচ্ছে।’
এএম/টিটি
