অস্কারের মঞ্চে উইল স্মিথ কাঁদলেন

চোখে জল নিয়ে রিচার্ড উইলিয়ামস চরিত্রের জন্য ‘কিং রিচার্ড’ ছবিতে বিশ্বসেরা অভিনেতার অস্কার জয়ের পদকটি গ্রহণ করেছেন হলিউডের তারকা অভিনেতা উইল স্মিথ। অস্কার গ্রহণের ভাষণে বলেছেন, ‘তিনি আমার পরিবারের একজন বড় পালনকর্তা ছিলেন।’ রিচার্ড উইলিয়ামস বিশ্বখ্যাত তারকা টেনিস খেলোয়াড় ও বিশ্ব চ্যাম্পয়ন দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা এবং কোচ। তার জীবন নিয়ে বানানো ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করেছেন স্মিথ।
স্মিথ আরো বলেছেন, ‘আমি জানি আমাদের কী করতে হবে। আপনাকে লোকেরা গালাগাল করছে গ্রহণ করতে পারতে হবে ও লোকেদের আপনাকে নিয়ে কথাও বলতে দিতে হবে। এই ব্যবসায় আপনাকে লোকেরা অসস্মান করছে গ্রহণ করতে হবে। এর সবকিছুর পরও আপনাকে হাসতে হবে ও ভান করে যেতে হবে যে সবকিছু ঠিক আছে।’
তিনি তার ছবির সত্যিকারের টেনিস কিংবদন্তীদের ধন্যবাদ দিয়েছেন ও তাদের পরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন। তাদের পালনকর্তা বাবার প্রতি শুভ কামনা জানিয়েছেন। তিনি বেঁচে আছেন।
তার সঙ্গে যে বিখ্যাত কৃষ্ণাঙ্গ অভিনেতা এবারের অস্কারের সেরা পুরুষ অভিনেতার পদকের জন্য লড়েছেন, সেই ডেনজেল ওয়াশিংটনের সঙ্গে মজা করেছেন, ‘আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তেও সাবধান, কেননা আপনার কাছে শয়তানটি আসছে।’
এরপর তিনি শেষ করেছেন, অ্যাকাডেমি তার ফিরে আসাকে সাদরে গ্রহণ করবে বলে তিনি আশাবাদী।
ওএস।
