অস্কার জিতলেন সমকামী পরিচয়ের অভিনেত্রী আরিয়ানা

হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর। ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৬টা) শুরু হয় এ আয়োজন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনার দায়িত্বে তিনজন নারী।
এবার বিশ্বের সবচেয়ে জমকালো এ আয়োজনে সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার পেলেন প্রকাশ্যে নিজেকে সমকামী পরিচয় দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আরিয়ানা ডিবোস। তার পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে অস্কার জয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি।
স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সিনেমায় আনিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা পার্শ্ব-অভিনেতা ড্যানিয়েল কালুইয়া।
এবারের অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে সবচেয়ে এগিয়ে ছিলেন আরিয়ানা ডিবোস। বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও ক্রিটিস চয়েস মুভি অ্যাওয়ার্ডস জিতে অন্যদের চেয়ে বেশ এগিয়ে ছিলেন এ অভিনেত্রী। শেষমেশ তার হাতেই উঠল অস্কারের ট্রফি।
এএম/এসএন
