এ আর রহমানের কনসার্ট দেখা যাবে ১০০০ টাকায়

ফাইল ফটো
মুজিববর্ষ উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কনসার্টে থাকছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। এ কনসার্টে টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন এক হাজার টাকায় দেখা যাবে ওই কনসার্ট।
রবিবার (২৭ মার্চ) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ আর রহমান। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। কনসার্টের জন্য প্রায় ২০০ সঙ্গী নিয়ে ঢাকায় এসেছেন এই কিংবদন্তি।
মোট তিন ক্যাটাগরির এই কনসার্টের টিকিট পাওয়া যাবে। মাঠের ভেতরে থাকতে চাইলে দর্শকদের নিতে হবে ১০ হাজার টাকা মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। মাঠে গোল্ড ক্যাটাগরির জন্য খরচ করতে হবে ৫ হাজার টাকা। আর সবচেয়ে কম মূল্য ১ হাজার টাকা খরচ করে ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিট নিয়ে ক্লাব হাউজ থেকে উপভোগ করা যাবে কনসার্ট।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে এই টিকিট পাওয়া যাবে। এখন চলছে কনসার্ট আয়োজনের প্রস্তুতি। বসানো হয়েছে মঞ্চ-গ্রিন রুম। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরাসরি দেখাবে সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। এই অনুষ্ঠানের স্পন্সর বসুন্ধরা গ্রুপ।
এমপি/এসএ/
