ভারতে ‘ট্রিপল আর’ ঝড়, প্রথম দিনেই আয় ২৪০ কোটি

ভারতের সিনেমার ভুবনে উঠেছে ‘ট্রিপল আর’ ঝড়। আর এই ঝড়ে চারদিকে দর্শকদের মনে উৎসবের আবহ তৈরি হয়েছে। দুই দক্ষিণী সুপারস্টার রাম রচণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘আরআরআর’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৫ মার্চ)।
দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে এই সিনেমায়। যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দারাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
এসএস রাজামৌলি পরিচালিত এ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে পুরো ভারতজুড়ে। মুক্তির প্রথম দিনেই নাকি ২৩০০ টাকাতে বিক্রি হয়েছে এর টিকেট। এমনটি জানিয়েছে ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। মুক্তির প্রথম দিনেই ‘আরআরআর’ বিশ্বব্যাপী সংগ্রহ করেছে ২৪০ কোটি রুপি (গ্রস)।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সিনেমাটি তেলেগুতে ১২০ কোটি রুপি (নেট), তামিল সংস্করণে ১০ কোটি (গ্রস), হিন্দি সংস্করণে ২৫ কোটি (গ্রস), কন্নড়ে ১৪ কোটি (গ্রস), মালয়ালামে ৪ কোটি রুপি (গ্রস) সংগ্রহ করার রেকর্ড করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্যে সিনেমাটি প্রথম দিনে সংগ্রহ করেছে ৭৫ কোটি রুপি’র বেশি। ৪০০ কোটি রুপির বেশি বাজেটের এই সিনেমায় সব মিলিয়ে মুক্তির প্রথমদিনে মোট সংগ্রহ করেছে ২৪০ কোটি রুপিরও বেশি (গ্রস)।
এই সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া ভাট। পরিচালনার পাশাপাশি সিনেমাটি রচনা করেছেন এস এস রাজামৌলি। এতে বলিউড তারকা অজয় দেবগনও অভিনয় করেছেন।
এএম/এমএমএ/
