হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

একুশে পদক প্রাপ্ত ও নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা মেলে তার। সেই ধারাবাহিকতায় এবার নতুন রূপে দেখা যাবে এই অভিনেতাকে।
স্বাধীনতা দিবসের ‘অন্যরকম’ শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠানে হযরত ওমর (রা.) এর চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন ইলিয়াস কাঞ্চন। যেখানে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতীকী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
এইচ এম বরকতুল্লাহর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিনোদনমূলক এই ম্যাগাজিন অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রতি মাসের শেষ শুক্রবার প্রচার হয়।
নতুন পর্ব প্রচার হবে আজ শুক্রবার (২৫ মার্চ)। সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজী, মামা-ভাগ্নে, শালা-দুলাভাই দিয়ে পর্বটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে আরও অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার প্রমুখ।
এএম/আরএ/
