প্রধানমন্ত্রীর কথা শুনে আবেগে কাঁদলেন অসুস্থ আনোয়ারা

কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন।
বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি)। এ সময় গণভবন থেকে ভাচ্যুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
এদিকে, হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা হাতে নিতে পারেননি এই অভিনেত্রী। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করে তার মেয়ে চিত্রনায়িকা মুক্তি।
এই অভিনেত্রীর মেয়ে মুক্তি ঢাকাপ্রকাশকে বলেন, ‘আম্মা এখন আগের চেয়ে একটু ভালো আছেন। তবে পুরোপুরি চোখে দেখতে পারছেন না। এক চোখে কোনোটা ছোট, কোনোটা বড় দেখতে পান। অনেক ঝাপসা। চোখের ডাক্তার দেখালে এটা ঠিক হবে না। তার ব্রেইণের রক্তক্ষরণের জন্য এমন হয়েছে। কয়েকদিন আম্মা আমাকে চিনতেই পারছিলেন না। এখন চিনতে পারছেন। তবে পুরস্কার পেয়ে আব্বার কথা জিজ্ঞেস করেছেন। আমার বাবা মারা গেছেন এটা আম্মা ভুলেই গেছেন। তিনি জিজ্ঞেস করেছেন পুরস্কার মুহিত (আমার বাবা) দেখেছেন কি না। আমি বলেছি হ্যাঁ আব্বা দেখেছেন।’
মুক্তি আরও বলেন, ‘পুরস্কার আম্মা বুকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে। প্রধানমন্ত্রীর কথা শুনে আবেগে কেঁদেছেন। আমি আম্মাকে বলেছি প্রধানমন্ত্রী তোমার কথা জিজ্ঞেস করেছেন, তখন আম্মা বলেছেন দেখো আমাকে তিনি (প্রধানমন্ত্রী) ও সবাই কত ভালোবাসেন।’
মায়ের জন্য দোয়া চেয়ে মুক্তি বলেন, ‘আম্মার চোখ হয়তো পুরোপুরি আর ভালো হবে না। ওষুধ চলছে নিয়মিত। সবাই আম্মার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এই অভিনয়শিল্পীকে। টানা ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।
এএম/এমএমএ/
