কানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট আইরিস নোব্লখ

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব। এই উৎসব এবার পেল প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট। তার নাম আইরিস নোব্লখ। তবে তিনি ফরাসি নন, একজন জার্মান মহিলা। তিনি ওয়ার্নেরমিডিয়ার সাবেক প্রধান নির্বাহি ছিলেন পাঁচটি দেশে।
গত ২৩ মার্চ তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১ জুলাই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এই প্রতিবেদককে কান চলচ্চিত্র উৎসব থেকে পাঠানো খবরে এই তথ্য নিশ্চিত করেছেন কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
তিনি পিয়েরে লেসকিউরের স্থলাভিষিক্ত হবেন। ২০১৪ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে তিনি কান উৎসবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এ বছরের ৩০ জুন তার মেয়াদ শেষ হবে।
তিন বছর মেয়াদের জন্য আইরিস নোব্লখকে বিশ্বের অন্যতম সেরা এই চলচ্চিত্র উৎসবটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে ২০২৩ থেকে ২০২৫ সালের টানা তিনটি কান চলচ্চিত্র উৎসবের প্রধানের দায়িত্ব পালন করবেন।
কান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৩ মার্চ, বুধবার কান চলচ্চিত্র উৎসবের প্রশাসনিক বোর্ড তাদের প্রধানের জন্য ভোটাভুটিতে গিয়েছে। তার পক্ষে ১৬টি, বিপক্ষে ছয়টি ভোট পড়েছে। তিনজন ভোট দিতে আসেননি।
এই নির্বাহি কর্মকর্তার জন্ম জার্মানিতে। বহু বছর প্যারিসে তার জীবন কাটিয়েছেন। ওয়ার্নেরমিডিয়ায় ১৯৯৬ সালে যোগদান করেছেন। তাদের মিডিয়াটি মার্কিন গণমাধ্যম ও নানা ধরণের বিনোদন কম্পানিগুলোর মিশ্রণ। এখানেই পেশা জীবনের ২৫টি বছর অতিবাহিত করেছেন আইরিস নোব্লখ। জৈষ্ঠ্য কটি পদে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, লন্ডন ও প্যারিসে। উচ্চতম পদেও পৌঁছেছেন।
জার্মানি ও সুইজারল্যান্ডে ওয়ার্নেরমিডিয়ার প্রেসিডেন্ট পদে কর্মকাল অতিবাহিত করেছেন। ২০০৬ সাল থেকে ওয়ার্নের ব্রস এন্টারটেইনমেন্ট ফ্রান্স ও বেনেলেকের প্রেসিডেন্ট পদে কাজ করেছেন। বেনেলাক্স হলো তিনটি পাশাপাশি দেশের ত্রিপক্ষীয় অর্থনৈতিক অঞ্চল-বেলজিয়াম, দি নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। ২০২১ সালের মাঝামাঝিতে তিনি এই বহুজাতিক প্রতিষ্ঠানটি থেকে অবসর গ্রহণ করেছেন।
উৎসব কমিটি তার নির্বাচিত হওয়া নিশ্চিতের পর তিনি একটি বিবৃতিতে বলেছেন-‘আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি যে, ফ্রান্স আমাকে কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। একজন হৃদয় দিয়ে অনুভব করা ইউরোপিয়ান হিসেবে আমি আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছি-ফ্রান্সে ও আন্তর্জাতিকভাবে। আমাকে এই আন্তর্জাতিকভাবে উদ্দীপনা ছড়ানো ইভেন্টটির প্রধান নির্বাচিত করায় সত্যিই রোমাঞ্চিত বোধ করেছি। এটি একটি প্রধান উৎসব, যেটি বিশ্বের সাংস্কৃতিক জীবনযাপনকে অব্যাহত রাখতে চাবিকাঠি হিসেবে কাজ করে।’
কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্টের পদটি অবৈতনিক। এটি মূলত প্রতিনিধিত্বমূলক, তিনিই কান চলচ্চিত্র উৎসবের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি তাদের ছবি নির্বাচন প্রক্রিয়ায় আনুষ্ঠানিভাবে অংশগ্রহণ করেন না। উৎসবের সময় প্রতিদিনের ইভেন্টগুলোতেও অংশগ্রহণ করেন না। এই কাজের দায়িত্ব ডেলিগেট জেনারেলের।
কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট তাদের পেশাদার ভুবন ও মানুষের সমর্থনকে বিকশিত করেন। আইরিস নোব্লখের স্টুডিওগুলোতে যোগাযোগ তার পক্ষে কাজ করবে বলে বিশ্বাস করেছেন নির্বাচকরা।
ওএস।
