কান উৎসবে ‘মুজিব’ সিনেমার টিজার

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের আসর ‘কান চলচ্চিত্র’ উৎসবে দেখানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক চলচ্চিত্র ‘মুজিব’ এর টিজার। আগামী মে মাসে উৎসবের ৭৫তম আসরে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এই সিনেমার টিজার দেখানো হবে বলে মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে এ তথ্য জানিয়েছেন সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল।
ভ্যারাইটিকে শ্যাম বেনেগাল বলেন, ‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যে কোনো উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।’
ভ্যারাইটিকে এই পরিচালক আরও জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্ত তুলে ধরা হয়েছে। এর ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’। শুটিংয়ের শুরুতে এই সিনেমার নাম ‘বঙ্গবন্ধু’ রাখা হলেও পরবর্তীকালে ‘মুজিব’ নামটিই চূড়ান্ত করা হয়েছে।
‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন এই সিনেমায়।
সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘মুজিব’ সিনেমা মুক্তি পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
এএম/এমএমএ/
