অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই

ভারতীয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে তার বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, কয়েক দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। বুধবার রাতে একটি রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে যাওয়ার কথা বললেও তিনি রাজি হননি। বাসায় চিকিৎসা করাবেন বলেন। বাসায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
অভিনয় ছিল তার প্রাণ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অভিনয়ের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। মঙ্গলবারও একটি সিরিয়ালের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।
অভিনেতা ভরত কল গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় প্রথমে অসুস্থ হয়ে পড়েন অভিষেক। শুটিংয়ের পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার একটি রিয়্যালিটি শো-এর শুটিংয়ে অংশ নেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে।
১৯৮৬ সালে তরুণ মজুমদারের ‘পথভোলা’ ছবি দিয়ে বড় পর্দায় নাম আসেন তিনি। সেই সময় তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। ২০২১ সালে সব শেষ সিনেমায় অভিনয় করেন ‘লাভার’-এ। তবে একটা সময় তিনি দূরে সরে গিয়েছিলেন বড় পর্দা থেকে। এর পর নতুন ভাবে অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়। তার 'ফাগুন বউ', ‘খড়কুটো’, ‘মোহর’ ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়।
এসএন
