আনন্দে উচ্ছ্বসিত তারা

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গণভবন থেকে সরাসরি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ মোট ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে।
ক্যারিয়ারের প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত চিত্রনায়ক সিয়াম আহমেদ, গায়ক ও সুরকার ইমরান এবং কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। প্রথমবার এই পুরস্কারের স্পর্শ পেয়ে এবং দর্শকদের ভালোবাসায় ভাসছেন এই তারকারা।
‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। ইমরান একসঙ্গে পেয়েছেন সেরা সুরকার ও গায়ক ক্যাটাগরিতে দুইটি পুরস্কার। সেরা গায়িকার হিসেবে পুরস্কার জিতেছেন কণা।
একসঙ্গে দুটি পুরস্কার জেতায় ইমরান তার ফেসবুক পেজে তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘আলহামদুল্লিাহ ‘তুই কি আমার হবিরে’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী এবং শ্রেষ্ঠ সুরকার হিসেবে আজ পুরস্কারটি গ্রহণ করলাম।
জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনটি। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাও একসঙ্গে দুটি। সত্যি অনেক সৌভাগ্যবান আমি। সবই আপনাদের কৃতিত্ব-ভালোবাসা, আমার মা-বাবা, পরিবার ও বন্ধু-বান্ধবদের দোয়া এবং মহান আল্লাহর রহমত।’
সিয়াম আহমেদ বলেন. ‘এই আনন্দ প্রকাশের ভাষা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দায়িত্ব বেড়ে গেল। ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে চাই।’
কণা বলেন, ‘অন্যরকম অনুভূতি কাজ করছে। এই গান সংশ্লিষ্ট সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’
এবার আজীবন সম্মননা প্রদান করা হয়েছে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা এবং কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে। তবে রাইসুল ইসলাম আসাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা। তার পক্ষে সম্মাননা নিয়েছেন এই অভিনেত্রীর মেয়ে অভিনেত্রী মুক্তি।
এএম/এমএমএ/
