মা হচ্ছেন সোনম কাপুর

অনিল কাপুর কন্যা জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হতে যাচ্ছেন। সম্প্রতি কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের এ সুখবর নিজেই জানিয়েছেন সোনম।
ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে রয়েছেন সোনম। কালো পোশাক পরে রয়েছেন তিনি। তার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘চারটি হাত। তোমাকে যত্নে বড় করে তোলার জন্য। দুটি হৃদয়। তোমার সঙ্গে এক তালে হৃদকম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়। তোমার জন্য অপেক্ষায় রয়েছি।’
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোনমের বোন রিয়া কাপুরের বিয়ে হয়েছে গত আগস্ট মাসে। সেই অনুষ্ঠানের ছবিতে সোনমের পোশাক পরার কায়দা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল, সোনম কি অন্তঃসত্ত্বা?
সোনমের পরনে ছিল কালো রঙের ঢিলেঢালা পোশাক। সেই ছবিতে তার পেটের অংশ খানিক উঁচু লাগছিল বলে দাবি জানিয়েছিলেন ভক্তরা।
তাহলে ‘সোনম কাপূর কি মা হতে চলেছেন?’ সাত মাস আগে এ গুঞ্জনের পর মুখ বন্ধ করেছিলেন সোনম। এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে।
এএম/এসএন
