টেলিপ্যাবের সভাপতি মনোয়ার, সম্পাদক সাজু

লম্বা সময় ব্যয়ের পর ঘোষণা করা হয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনের ফলাফল। ভোটগ্রহণের ২৪ ঘন্টা পর শেষ হয় গণনা। দীর্ঘ সময় পার করার পর অবশেষে প্রধান দুটি পদের ফলাফল নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।
শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টেলিপ্যাবের ২০২২–২৪ মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটগণনা শেষ হয় রবিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে। এরপর ফল জানানো হয়।
বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির একই প্যানেলের হয়ে এতে অংশ নেন। তাদের প্রতিপক্ষ ছিলেন রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল।
এ সম্পর্কে কামাল বায়োজিদ বলেন, ‘কিছু কারণে ব্যালটের সমস্যা হয়েছিল। তাই আমরা ধীরে ও নিখুঁতভাবে গণনা করতে চেয়েছিলাম। এ কারণে একটু দেরি হল।’
ফলাফলের সময় জানানো হয়, বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোট শিগগিরই জানানো হবে।
এএম/এএস
