টি-সিরিজে চুক্তিবদ্ধ ইয়োহানি

‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে চারদিকে হৈ চৈ ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি। গানটি এতোটাই জনপ্রিয় হয়ছিল যে, বলিউড তারকা সালমান খান তার বিগবস-এ আমন্ত্রণ জানিয়েছিলেন এই গায়িকাকে। এবার ভারতের সবচেয়ে প্রভাবশালী গানের প্রযোজনা প্রতিষ্ঠান ভূষণ কুমারের টি-সিরিজ চুক্তিবদ্ধ করলো ইয়োহিনিকে।
ভারতী গণমাধ্যম ভূষণ কুমার বলেছেন, ‘ইয়োহিনির মতো একজন প্রতিভাবান সংগীতশিল্পীকে টি-সিরিজ পরিবারে যোগ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা সবসময়ই মিউজিক্যাল ট্রেন্ডের অগ্রভাগে রয়েছি। আশা করছি ইয়োহানির এবারের গানটিও শ্রেুাতাদের মন জয় করবে। বড় ধামাকা নিয়ে আসছি আমরা।’
অন্যদিকে ইয়োহানি বলেন, ‘মানিকে মাগে হিতে গানটি সত্যিই আমার জীবনকে বদলে দিয়েছে এবং আমি কখনই কল্পনা করিনি যে এটি এতো ভাইরাল হবে। ভূষণ কুমার এবং সবচেয়ে বড় মিউজিক ব্যানার টি-সিরিজে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। যে কোনো শিল্পীর জন্য একটি স্বপ্ন পূরণের জায়গা। আমি কৃতজ্ঞ, সেই সাথে অনেক উত্তেজিত।’
তবে টি-সিরিজে কবে গানের শুটিং শুরু হবে এখনও তা জানায়নি প্রযোজক বা শিল্পী কেউই।
এএম/
